Saturday, June 27, 2020

BCS প্রস্তুতি গণিত সুদকষা MCQ প্রশ্ন সমাধান 

BCS প্রস্তুতি গণিত সুদকষা MCQ প্রশ্ন সমাধান 


1.বার্ষিক শতকরা ৫.৫০ টাকা হার সুদে ৮০০ টাকার ৩ বছরের সুদ-আসল কত হবে?
ক.৯৩২ টাকা
খ.১৫০০ টাকা
গ.১০০০ টাকা
ঘ.১২৪৫ টাকা
উত্তরঃ  ক
2.শতকরা বার্ষিক কত হার সুদে ৭৫০ টাকার ২ বছরের সুদ ২১০ টাকা?
ক.১৫%
খ.১৪%
গ.১২%
ঘ.১০%
উত্তরঃ  খ
3.শতকরা বার্ষিক কত হার সুদের ৪৫০ টাকার ১৭ বছরের সুদ ৪৫৯ টাকা হবে?
ক.৩%
খ.৪%
গ.৫%
ঘ.৬%
উত্তরঃ  ঘ
4.শতকরা বার্ষিক কত হার সুদে ৭০০ টাকার ৫ বছরের সুদ ১০৫ টাকা হবে?
ক.৩%
খ.৫%
গ.৭%
ঘ.১০%
উত্তরঃ  ক
5.বার্ষিক শতকরা মুনাফার হার ৬ টাকা হলে, ৮৫০ টাকার কত বছরে মুনাফা ২৫৫ টাকা হবে?
ক.৩ বছর
খ.৪ বছর
গ.৫ বছর
ঘ.৬ বছর
উত্তরঃ  গ     
6.এক ব্যক্তি ১৫০০০ টাকা ব্যাংকে জমা করে বছরে সুদ বাবদ ১২৭৫ টাকা আয় করে। ঐ ব্যাংকে বছরে সুদের হার কত?
ক.৮%
খ.৮.২৫%
গ.৮.৭৫%
ঘ.৮.৫০%
উত্তরঃ  ঘ
7.সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন ৮ বছরে সুদে-আসলে তিনগুণ হবে?
ক.১২.৫০ টাকা
খ.২০ টাকা
গ.২৫ টাকা
ঘ.১৫ টাকা
উত্তরঃ  গ
8.x টাকার x% হার সরল মুনাফায় ৪ বছরে মুনাফা x টাকা হলে x =কত
ক.75 টাকা
খ.25.50 টাকা
গ.25 টাকা
ঘ.50 টাকা
উত্তরঃ  গ
9.শতকরা বার্ষিক কত হার সুদে ১২০০ টাকার ৩ বৎসরের সুদ ২১৬ টাকা হবে?
ক.৩%
খ.৪%
গ.৫%
ঘ.৬%
উত্তরঃ  ঘ
10.  বার্ষিক ৫% হার সুদে কত টাকার মাসিক সুদ ১০০ টাকা হবে?
ক.২০০০০ টাকা
খ.২২০০০ টাকা
গ.২৪০০০ টাকা
ঘ.৩০০০০ টাকা
উত্তরঃ  গ
11.বার্ষিক সুদের হার ৫% থেকে হ্রাস পেয়ে ৪% হওয়ায় সুদ ৩২০ টাকা কমে গেল। তার মূলধন কত ছিল?
ক.৩২০০ টাকা
খ.৩২০০০ টাকা
গ.২৪০০০ টাকা
ঘ.৩৬০০০ টাকা
উত্তরঃ  খ
12.বার্ষিক ৬% হারে ৯ মাসে ১০,০০০ টাকার ওপর সুদ কত হবে?
ক.৫০০ টাকা
খ.৪৫০ টাকা
গ.৬০০ টাকা
ঘ.৬৫০ টাকা
উত্তরঃ  খ
13.শতকরা বার্ষিক ১২ টাকা হারে ৬০০ টাকার ৬ মাসের সুদ কত হবে?
ক.২৪ টাকা
খ.৩৬ টাকা
গ.৪৮ টাকা
ঘ.৬০ টাকা
উত্তরঃ  খ
14.সুদের হার ৬ টাকা থেকে কমে ৩ টাকা হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় ১৫ টাকা কমে গেল। তার মূলধন কত?
ক.৩০০ টাকা
খ.৫০০ টাকা
গ.৬০০ টাকা
ঘ.৯০০ টাকা
উত্তরঃ  খ
15.শতকরা বার্ষিক ১৫ টাকা হার মুনাফায় ৮০০০ টাকার ৬ মাসের মুনাফা কত?
ক.৫০০ টাকা
খ.৬০০ টাকা
গ.৭০০ টাকা
ঘ.৮০০ টাকা
উত্তরঃ  খ         
16.আবু ব্যাংকে ৯০০০ টাকা রেখে ২ বছরে ১৮০০ টাকা মুনাফা পেল। বার্ষিক সুদের হার কত ছিল?
ক.১৫%
খ.২৫%
গ.২০%
ঘ.১০%
উত্তরঃ  ঘ
17.আরিফ বার্ষিক ৬.৫% হার সুদে ৯০০০ টাকা ব্যাংকে জমা রাখল। সুদের হার বেড়ে ১২% হলে আরিফ ১ বছরে সুদ হিসেবে কত টাকা বেশি পাবে?
ক.৫৮৫ টাকা
খ.৪৯৫ টাকা
গ.৫০০ টাকা
ঘ.১৮০০ টাকা
উত্তরঃ  খ
18.সুদের হার ৭% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭০ টাকা কমে যায়, তার মূলধন কত টাকা?
ক.৬০০ টাকা
খ.৮০০ টাকা
গ.৭০০ টাকা
ঘ.১,০০০ টাকা
উত্তরঃ  গ
19.শতকরা ৫ টাকা হার সুদে ১২০ টাকা তিন বছরে সুদে-আসলে কত হয়?
ক.১৩৫
খ.১৩৭.৫
গ.১৩৮
ঘ.১৪৮
উত্তরঃ  গ
20.শতকরা কত হার লাভে কোন আসল ১০ বছরে লাভে আসলের দ্বিগুণ হবে?
ক.১০ টাকা
খ.১২ টাকা
গ.১৫ টাকা
ঘ.২০ টাকা
উত্তরঃ  ক
21.  শতকরা সুদের হার ৮ টাকা থেকে বেড়ে ১২ টাকা হওয়ায় জলিল সাহেবের আয় ৪ বছরে ২৫৬ টাকা বেড়ে গেল। তার মূলধন কত?
ক.১২০০ টাকা
খ.১৪০০ টাকা
গ.১৬০০ টাকা
ঘ.১৮০০ টাকা
উত্তরঃ  গ
22.শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূলধন ১০ বছরে সুদেমূলে তিনগুণ হবে?
ক.১০ টাকা
খ.২০ টাকা
গ.৩০ টাকা
ঘ.৪০ টাকা
উত্তরঃ  খ
23.শতকরা বার্ষিক ৫ টাকা হার সরল সুদে ৬৪০ টাকার ২ বছর ৬ মাসের সুদ কত?
ক.৬০ টাকা
খ.১৬০ টাকা
গ.৬৪ টাকা
ঘ.৮০ টাকা
উত্তরঃ  ঘ
24.বার্ষিক শতকরা ১০ টাকা হার সুদে কোনো মূলধন কত বছর পরে আসলের তিনগুণ হবে?
ক.১০ বছর
খ.২০ বছর
গ.১৫ বছর
ঘ.১২ বছর
উত্তরঃ  খ
25.শতকরা ৫ টাকা হার সুদে ২০ বছরে সুদ-আসলে ৫০,০০০ টাকা হলে, মূলধন কত?
ক.২০,০০০ টাকা
খ.২৫,০০০ টাকা
গ.৩০,০০০ টাকা
ঘ.৩৫,০০০ টাকা
উত্তরঃ  খ          
26.প্রতিবছর শতকরা ৯.৫০ টাকা হারে লাভের চুক্তিতে ১,০০০ টাকা বিনিয়োগ করে ২ বছর পরে ঐ বিনিয়োগকারী কত টাকা হাতে পাবে?
ক.১১৯০ টাকা
খ.১১৯০.৫০ টাকা
গ.১১৯৫ টাকা
ঘ.১১৯৫.৫০ টাকা
উত্তরঃ  ক
27.শতকরা বার্ষিক কত হার সুদে যে কোনো মুলধন ১০ বছরে সুদে-আসলে দ্বিগুণ হয়?
ক.১০.০০ টাকা
খ.১২.০০ টাকা
গ.৭.৫০ টাকা
ঘ.৫.০০ টাকা
উত্তরঃ  ক
28.P টাকার P% হার সরল মুনাফায় 4 বছরের মুনাফা P টাকা হলে, P এর মান কত?
ক.15
খ.20
গ.25
ঘ.50
উত্তরঃ  গ
29.৫% হার সুদে ৬০০ টাকা ৫ বছরে সুদে-আসলে কত টাকা হবে?
ক.৭০০ টাকা
খ.৭৫০ টাকা
গ.৭৭৫ টাকা
ঘ.৮০০ টাকা
উত্তরঃ  খ
30.কোনো আসল ২০ বছরে সুদ-আসলে দ্বিগুণ হলে, কত বছরে সুদে-আসলে তিনগুণ হবে?
ক.      ৩০ বছর
খ.       ৪০ বছর
গ.৬০ বছর
ঘ.২৫ বছর
উত্তরঃ  খ  
31.সরল সুদের হার শতকরা কত হলে, কোন মূলধন সুদে-আসলে তিনগুণ হবে?
ক.১৫%
খ.২০০%
গ.২৫%
ঘ.১২.৫%
উত্তরঃ  খ
32.৪% হার সুদে ১০০০ টাকা ৮ বছরে সুদ আসলে কত হবে?
ক.১২০০ টাকা
খ.৯০০ টাকা
গ.১৩২০ টাকা
ঘ.১৯২০ টাকা
উত্তরঃ  গ
33.শতকরা বার্ষিক ৪ টাকা হার সরল মুনাফায় কত টাকা ১৫ বছরে সবৃদ্ধিমূল ১,০৪০ টাকা হবে?
ক.৫৫০
খ.৬০০
গ.৬৫০
ঘ.৭০০
উত্তরঃ  গ
34.বার্ষিক ৬% সরল মুনাফায় কত টাকা ৪ বছরে সবৃদ্ধিমূল ৮০৬০ টাকা হবে?
ক.৬০০০ টাকা
খ.৬৫০০ টাকা
গ.৬৭৫০ টাকা
ঘ.৭০০০ টাকা
উত্তরঃ খ
35.৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৭৫০ টাকা হলে সুদের হার কত হবে?
ক.১০%
খ.১২%
গ.১৪%
ঘ.১৫%
উত্তরঃ  ক
36.এক ব্যক্তি ২০% সরল সুদে ৭০০ টাকা এবং ১০% সরল সুদে ৫০০ টাকা বিনিয়োগ করলে এক বছর পর তিনি কত সুদ পাবেন?
ক.১৫০ টাকা
খ.১৯০ টাকা
গ.২২৫ টাকা
ঘ.২৯০ টাকা
উত্তরঃ  খ
37.৪২৫ টাকার ৪ বছরের সুদ ৮৫ টাকা হলে, সুদের হার বার্ষিক কত টাকা হবে?
ক.১০%
খ.৫%
গ.৮%
ঘ.১২%
উত্তরঃ  খ
38.সুদের হার কত টাকা হলে যে কোনো মূলধন ৮ বছরে সুদে-আসলে তিনগুণ হবে?
ক.১৫ টাকা
খ.২৫ টাকা
গ.২০ টাকা
ঘ.১২.৫০ টাকা
উত্তরঃ  খ
39.সুদের হার কত টাকা হলে যে কোনো মূলধন ৮ বছরে সুদে-আসলে তিনগুণ হবে?
ক.১৫ টাকা
খ.২৫ টাকা
গ.২০ টাকা
ঘ.১২.৫০ টাকা
উত্তরঃ  খ
40.৫% হারে ৩০০ টাকার ৫ বছরে সুদাসল কত হয়?
ক.৩২৫
খ.৩৪৫
গ.৩৬০
ঘ.৩৭৫
উত্তরঃ  ঘ
41.বার্ষিক ৬.৫% সরল সুদে ১,৬০০ টাকার ৫ বছরের সুদ কত টাকা?
ক.৫১০ টাকা
খ.৫২০ টাকা
গ.৫২৫ টাকা
ঘ.৫৩০ টাকা
উত্তরঃ  খ
42.  রহিমা ২০% সরল সুদে ৮০০ টাকা এবং ১৫% সরল সুদে ৬০০ টাকা বিনিয়োগ করল। এক বছর পর তিনি কত সুদ পাবেন?
ক.২০৫ টাকা
খ.২৫০ টাকা
গ.২২৫ টাকা
ঘ.২৯০ টাকা
উত্তরঃ  খ
43.বার্ষিক ৭% সরল সুদে ১,২০০ টাকার কত বছরের সুদ ২৫২ টাকা?
ক.২ বছর
খ.৩ বছর
গ.৪ বছর
ঘ.৫ বছর
উত্তরঃ  খ
44.M টাকার M% সরল সুদে ৪ বছরের সুদ M টাকা হলে M=?
ক.২০
খ.২৫
গ.৫০
ঘ.৫৫
উত্তরঃ  খ
45.শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে কোন আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে?
ক.১ বছরে
খ.২০ বছরে
গ.৫ বছরে
ঘ.১০০ বছরে
উত্তরঃ  খ         
46.মুনাফার হার ৮% হলে ৫০০ টাকার ৪ বছরের মুনাফা কত?
ক.৪০ টাকা
খ.৩২ টাকা
গ.১৬০ টাকা
ঘ.২০ টাকা
উত্তরঃ  গ
47.সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন ৮ বছরে সুদে-আসলে তিনগুণ হবে?
ক.১২.৫০ টাকা
খ.২৫ টাকা
গ.২০ টাকা
ঘ.১৫ টাকা
উত্তরঃ  খ
48.৪২৫ টাকার ৪ বছরের সুদ ৮৫ টাকা হলে সুদের হার শতকরা বার্ষিক কত টাকা হবে?
ক.৫%
খ.৯%
গ.৪%
ঘ.৭%
উত্তরঃ  ক


            

       

শেয়ার করুন

Author:

Hi, I'm Mohon. Here, you will find the latest PDF Notes, Books and Other Educatonal Materials. You Can Download All of these Free of Cost. Thank's For being with me. Stay Tuned...

0 coment rios: