Wednesday, July 1, 2020

ডেল কার্নেগীর জীবন বদলে দেওয়া ১০ টি গুরুত্বপূর্ণ উক্তি বা বাণী । পড়ে দেখুন


ডেল কার্নেগীর জীবন বদলে দেওয়া ১০ টি গুরুত্বপূর্ণ উক্তি বা বাণী। পড়ে দেখুন


১। জীবনে পাওয়ার হিসাব করুন, না পাওয়ার দুঃখ থাকবেনা।
Ø  ডেল কার্নেগী।

২। ভদ্র আচরন করতে শিক্ষা লাগে, অভদ্র আচরন করতে অজ্ঞতাই যথেষ্ট।
Ø  ডেল কার্নেগী।

৩। যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছেই এসে ধরা দেয়,কারন যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম।
Ø  ডেল কার্নেগী।

৪। অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন।
Ø  ডেল কার্নেগী।

৫। নিজের কাজকে ভালোবাসুন। আমাদের কাজের পিছনে যখন অনুভুতি কাজ করে আমরা তখনই সবচেয়ে সেরা হয়ে উঠি।
Ø  ডেল কার্নেগী।

৬। জীবনে পাওয়ার হিসাব করুন, না পাওয়ার দুঃখ থাকবেনা।
Ø  ডেল কার্নেগী।

৭। দুশ্চিন্তা দূর করার এক নম্বর উপায় হল- ব্যস্ত থাকুন।
Ø  ডেল কার্নেগী।

৮। সবসময় হাসতে হবে। হাসির মাধ্যমে আমরা জীবনের অনেক সমস্যাকেই দূর আকাশে পাঠাতে পারি।
Ø  ডেল কার্নেগী।

৯। জীবনে পাওয়ার হিসাব করুন, না পাওয়ার দুঃখ থাকবেনা।
Ø  ডেল কার্নেগী।

১০। যার মাঝে সীমাহীন উৎসাহ, বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে,তার সফল হওয়ার সম্ভবনা সবচেয়ে বেশি।
Ø  ডেল কার্নেগী।



শেয়ার করুন

Author:

Hi, I'm Mohon. Here, you will find the latest PDF Notes, Books and Other Educatonal Materials. You Can Download All of these Free of Cost. Thank's For being with me. Stay Tuned...

0 coment rios: