বিশ্বের
আলোচিত চুক্তিসমূহ সাধারণ জ্ঞান
পিডিএফ
ডাউনলোড
বিশ্বের
আলোচিত চুক্তিসমূহঃ
v
ক্যাম্প
ডেভিড চুক্তিঃ
Ø ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় কবে? – ১৭ সেপ্টেম্বর
১৯৭৮ সালে।
Ø ক্যাম্প ডেভিড চুক্তি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত
হয়? – মিশর ও ইসরাইল।
Ø ক্যাম্প ডেভিড চুক্তির উদ্দেশ্য কী ছিল? – মধ্যপ্রাচ্যে
শান্তি স্থাপন।
Ø ক্যাম্প ডেভিড চুক্তির মধ্যস্থতাকারী কে? – সাবেক
মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
Ø ক্যাম্প ডেভিড’ চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? – যুক্তরাষ্ট্রের
ক্যাম্প ডেভিডে।
Ø ক্যাম্প ডেভিড’ কোথায় অবস্থিত? – যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে।
Ø ক্যাম্প ডেভিড’ কী? – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের
অবকাশ যাপন কেন্দ্র।
Ø ক্যাম্প ডেভিড’ চুক্তির ফলাফল কী? – সাময়িকভাবে মিশরকে
আরবলীগ ও ওআইসি থেকে বহিস্কার করা হয়।
v
প্রথম
ভার্সাই চুক্তিঃ
Ø প্রথম ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় কবে? – ১৭৮০ সালে।
Ø প্রথম ভার্সাই চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল?
– ব্রিটেন ও আমেরিকার মধ্যে স্বাধীনতা রক্ষা করা।
Ø প্রথম ভার্সাই চুক্তিতে কোন কোন দেশ স্বাক্ষর করে?
– ব্রিটেন ও আমেরিকা।
Ø প্রথম ভার্সাই চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? – ফ্রান্সের
ভার্সাই নগরীতে।
Ø প্রথম ভার্সাই চুক্তির ফলাফল কী? – আমেরিকার স্বাধীনতা
অর্জন।
v
দ্বিতীয়
ভার্সাই চুক্তিঃ
Ø দ্বিতীয় ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় কবে? – ২৮ জুন
১৯১৯ সালে।
Ø দ্বিতীয় ভার্সাই চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল?
– জার্মানিকে যুদ্ধ অপরাধী হিসেবে চিহ্নিত করা।
Ø দ্বিতীয় ভার্সাই চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? – ফ্রান্সের
ভার্সাই নগরীতে।
Ø দ্বিতীয় ভার্সাই চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
– প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তি ও জার্মানির মধ্যে।
Ø দ্বিতীয় ভার্সাই চুক্তির ফলাফল কী? – জার্মানি যুদ্ধের
ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়।
v
প্যারিস
শান্তি চুক্তিঃ
Ø প্যারিস শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কবে? – ১৯৭৩
সালে।
Ø প্যারিস শান্তি চুক্তিতে কোন কোন দেশ স্বাক্ষর করে?
– ভিয়েতনাম ও আমেরিকা।
Ø প্যারিস শান্তি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? – ফ্রান্সের
রাজধানী প্যারিসে।
Ø প্যারিস শান্তি চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল?
– ভিয়েতনাম ও আমেরিকার মধ্যে দ্বন্দ্বের অবসান।
Ø প্যারিস চুক্তির ফলাফল কী? – ভিয়েতনাম যুদ্ধের অবসান।
v
মানবাধিকার
চুক্তিঃ
Ø মানবাধিকার চুক্তি স্বাক্ষরিত হয় কবে? – ১০ ডিসেম্বর,
১৯৪৮ সাল।
Ø মানবাধিকার চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? – জাতিসংঘের
সদর দফতরে।
Ø মানবাধিকার চুক্তিতে কোন সংস্থা স্বাক্ষর করে? – জাতিসংঘ।
Ø মানবাধিকার চুক্তির লক্ষ্য উদ্দেশ্য কী ছিল? – মানবজাতির
প্রত্যেক মানুষের সহজাত মর্যাদা ও সমতা ও সমান অধিকার রক্ষা করার জন্য।
Ø মানবাধিকার চুক্তি জাতিসংঘের কোন পরিষদে গৃহীত হয়?
– সাধারণ পরিষদে।
Ø মানবাধিকার চুক্তিটি প্রস্তুত করে কে? – নোবেল বিজয়ী
ওরেন ক্যাসিন।
v
সিমলা
চুক্তিঃ
Ø সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় কবে? – ৩ জুলাই, ১৯৭২
সালে।
Ø সিমলা চুক্তি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়?
– ভারত ও পাকিস্তান।
Ø সিমলা চুক্তিতে পাকিস্তানের পক্ষে কে স্বাক্ষর করেন?
– জুলফিকার আলী ভুট্টো।
Ø সিমলা চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? – ভারতের হিমাচল
প্রদেশের রাজধানী সিমলাতে।
Ø সিমলা চুক্তিতে ভারতের পক্ষে কে স্বাক্ষর করেন? –
শ্রীমতি ইন্দিরা গান্ধী।
Ø সিমলা চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল? – ভারত ও
পাকিস্তানের মধ্যে শান্তি স্থাপন।
v
অস্ত্র
হ্রাস চুক্তিঃ
Ø অস্ত্র হ্রাস চুক্তি স্বাক্ষরিত হয় কবে? – ১৯৮০ সালে।
Ø অস্ত্র হ্রাস চুক্তির উদ্দেশ্য কী? – পারমাণবিক অস্ত্রের
ব্যবহার রোধ সীমিতকরণ।
Ø অস্ত্র হ্রাস চুক্তি কবে থেকে স্বাক্ষরিত হয়? – ৫
মার্চ, ১৯৭০ সালে।
Ø কতটি পক্ষের মধ্যে অস্ত্র হ্রাস চুক্তি স্বাক্ষরিত
হয়? – ১৩৮ জাতি।
v
জীবাণু
ঘটিত অস্ত্র চুক্তিঃ
Ø জীবাণু ঘটিত অস্ত্র চুক্তি স্বাক্ষরিত হয় কবে? – ১০
এপ্রিল, ১৯৭২ সালে।
Ø জীবাণু ঘটিত অস্ত্র চুক্তিতে কোন কোন দেশ স্বাক্ষর
করে? – যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও অন্যান্য দেশ।
Ø জীবাণু ঘটিত অস্ত্র চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য কী?
– ব্যাকটেরিয়া এবং টক্সিন ঘটিত অস্ত্রের ব্যবহার নিষিদ্ধকরণ।
v Neuclear Nonproliberation Treaty চুক্তিঃ
NPT কী? – এন.পি.টি চুক্তির অর্থ হচ্ছে পারমাণবিক অস্ত্র
বিস্তাররোধ চুক্তি (Neuclear
Nonproliberation Treaty)।
NPT চুক্তি স্বাক্ষরিত হয় কবে? – ১৯৬৮ সালে। (১৭০টি দেশ
স্বাক্ষর করে)
NPT কার্যকর হয় কবে? – ১৯৭০ সালে।
NPT চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল? – পারমাণবিক অস্ত্রের
সীমিতকরণ।
NPT চুক্তি হতে নাম প্রত্যাহার করে কোন দেশ? – উত্তর
কোরিয়া (১০ জানুয়ারি ২০০৩)।
v
CTBT চুক্তিঃ
CTBT-এর পূর্ণরূপ কী? – Comprehensive Test Ban Treaty বা পারমাণবিক অস্ত্র পরীক্ষা রোধ চুক্তি।
CTBT চুক্তি স্বাক্ষরিত হয় কবে? – ২৪ সেপ্টেম্বর ১৯৯৬
সালে।
অস্ট্রেলিয়া কবে CTBT চুক্তি উত্থাপন করে? – ১০ সেপ্টেম্বর ১৯৯৬ সালে।
CTBT চুক্তির বিপক্ষে ভোট দেয় কোন কোন দেশ? – ভারত, লিবিয়া
ও ভুটান।
CTBT চুক্তির উদ্দেশ্য কী? – নতুন করে আর কেউ পারমাণবিক
অস্ত্র তৈরি করতে পারবে না এবং আগেরগুলো ধ্বংস করে সীমিত করা।
CTBT চুক্তি জাতিসংঘের সাধারণ পরিষদের ৫১তম অধিবেশন উত্থাপন
করে কোন দেশ? – অস্ট্রেলিয়া।
এ পর্যন্ত কতটি দেশ CTBT চুক্তিতে স্বাক্ষর করে? – ১৮১টি দেশ। (অনুমোদনকারী মোট দেশ – ৩২টি।)
CTBT চুক্তিতে স্বাক্ষর করেনি কোন কোন দেশ? – ভারত, পাকিস্তান,
ইরান, ইরাক, ইসরাইল, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া।
বাংলাদেশ CTBT চুক্তিতে স্বাক্ষর করে কবে? – ২৪ অক্টোবর ১৯৯৬ সালে।
বাংলাদেশ CTBT চুক্তিতে স্বাক্ষরকারী কততম দেশ? – ১২৯ দেশ। (অনুমোদন করে – ৭ মার্চ
২০০০ সালে। অনুমোদনকারী – ২৮তম দেশ)
CTBT চুক্তির স্বাক্ষরকারী সর্বশেষ দেশ কোনটি? – ইতালি
(৩০ মার্চ ২০০৬)। (অনুমোদনকারী সর্বশেষ দেশ – ভিয়েতনাম।)
CTBT চুক্তি কার্যকর করতে হলে কতটি দেশের অনুমোদন প্রয়োজন?
– ৪৪টি দেশের।
v
পরমাণু
অস্ত্র বিলোপ চুক্তি
পরমাণু অস্ত্র বিলোপ
চুক্তি স্বাক্ষরিত হয় কবে? – ১৫ মার্চ, ১৯৯৬ সালে।
পরমাণু অস্ত্র বিলোপ
চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য কী? – দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে পরমাণু অস্ত্র
মুক্ত রাখা।
কোন কোন দেশ পরমাণু অস্ত্র
বিলোপ চুক্তিতে স্বাক্ষর করে? – ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।
v ABM চুক্তি
ABM Treaty
এর পূর্ণরূপ কী? – Anti-Ballistic Missile Treaty.
ABM চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? – সোভিয়েত
ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র।
ABM চুক্তি মার্কিন সিনেটে অনুমোদিত হয় কবে? – ৩ আগস্ট
১৯৭২ সালে।
ABM চুক্তি কার্যকর হয় কবে? – ৩ অক্টোবর ১৯৭২ সালে।
যুক্তরাষ্ট্র কবে একতরফাভাবে
এ চুক্তি থেকে নিজকে প্রত্যাহার করে? – ১৩ জুন ২০০২ সালে।
নিউ স্টার্ট চুক্তি ২০১০
স্টার্ট (START) কী? – পরমাণু অস্ত্র কমাতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কৌশলগত অস্ত্র
হ্রাসকরণ চুক্তি।
নিউ স্টার্ট (New START) কবে স্বাক্ষরিত হয়? – ৮ এপ্রিল ২০১০।
v
পারমাণবিক
সমঝোতা চুক্তিঃ
ইরানের সঙ্গে পারমাণবিক
সমঝোতা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? – ৩ এপ্রিল ২০১৫।
পারমাণবিক সমঝোতা চুক্তির
লক্ষ্য ও উদ্দেশ্য কী? – ইরানের পারমাণবিক বোমা তৈরির আশঙ্কা কমানো এবং ইরানের উপরে
আরোপিত নিষেধাজ্ঞাগুলো ধাপে ধাপে কমে তুলে নেয়া।
কোন কোন দেশ ইরানের সঙ্গে
পারমাণবিক সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করে? – ইরান, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন,
জার্মানি, রাশিয়া, চীন এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা।
দ্বি-পাক্ষিক
চুক্তিঃ
|
চুক্তির নাম ও স্বাক্ষরের স্থান
|
ইংরেজি নাম
|
স্বাক্ষরকাল
|
পক্ষসমূহ
|
|
হুদায়বিয়ার সন্ধি
(হুদায়বিয়া, মক্কা)
|
Treaty
of Hudaibiya
|
৬২৮ খ্রিস্টাব্দ (হিজরী
৬)
|
মুসলমান ও কাফির
|
|
ম্যাগনাকার্টা (রানীমেড,
সারে, ইংল্যান্ড)
|
Great
Charter (Magna Carta)
|
১৫ জুন ১২১৫
|
রাজা জন ও ইংল্যান্ডের
জনগণ
|
|
তাসখন্দ চুক্তি (তাসখন্দ,
উজবেকিস্তান)
|
Tashkent
Treaty
|
১০ জানুয়ারি ১৯৬৬
|
ভারত-পাকিস্তান
|
|
সল্ট-I (মস্কো, রাশিয়া)
|
Strategic
Arms Limitation Talks-I (SALT-I)
|
২৬ মে ১৯৭২
|
যুক্তরাষ্ট্র-সোভিয়েত
ইউনিয়ন
|
|
সিমলা চুক্তি (সিমলা,
হিমাচল, ভারত)
|
Simla
Treaty
|
২ জুলাই ১৯৭২
|
ভারত ও পাকিস্তান
|
|
সল্ট-II (ভিয়েনা, অস্ট্রিয়া)
|
Strategic
Arms Limitation Talks-II (SALT-II)
|
১৮ জুন ১৯৭৯
|
যুক্তরাষ্ট্র-সোভিয়েত
ইউনিয়ন
|
|
প্যারিস শান্তি চুক্তি
(প্যারিস, ফ্রান্স)
|
Paris
Peace Accords
|
১৭ জানুয়ারি ১৯৭৩
|
ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্র
|
|
ক্যাম্পডেভিড চুক্তি
(ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র)
|
Camp
David Accords
|
১৭ সেপ্টেম্বর ১৯৭৮
|
মিশর ও ইসরাইল
|
|
স্টার্ট-I
|
Strategic
Arms Reduction Treaty-I (START-I)
|
৩১ জুলাই ১৯৯১
|
যুক্তরাষ্ট্র-সোভিয়েত
ইউনিয়ন
|
|
স্টার্ট-II(মস্কো, রাশিয়া)
|
Strategic
Arms Reduction Treaty-II (START-II)
|
৩ জানুয়ারি ১৯৯৩
|
যুক্তরাষ্ট্র-রাশিয়া
|
|
অসলো চুক্তি (ওয়াশিংটন,
যুক্তরাষ্ট্র)
|
Oslo
Accords
|
১৩ সেপ্টেম্বর ১৯৯৩
|
ইসরাইল ও ফিলিস্তিন
মুক্তি সংস্থা
|
|
পিএলও-ইসরাইল স্বায়ত্তশাসন
চুক্তি (কায়রো, মিশর)
|
|
৪ মে ১৯৯৪
|
ইসরাইল ও ফিলিস্তিন
মুক্তি সংস্থা
|
|
জর্ডান-ইসরাইল শান্তিচুক্তি
|
Isrel-Jordan
Peace Treaty
|
২৬ অক্টোবর ১৯৯৪
|
জর্ডান ও ইসরাইল
|
|
ডেটন চুক্তি (প্যারিস,
ফ্রান্স)
|
Dayton
Agreement
|
৯ নভেম্বর ১৯৯৭
|
সার্বিয়া ও বসনিয়া
অ্যান্ড হার্জেগোভিনা
|
v
সনদঃ
|
নাম
|
গ্রহণকাল
|
উদ্দেশ্য/বিষয়বস্তু
|
|
মদীনা সনদ
|
৬২২ খ্রি. (হিজরী ১)
|
সকল সম্প্রদায়ের লোকদের
মধ্যে সম্প্রীতি ও ঐক্য স্থাপনসহ মদীনা রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা (পৃথিবীর ইতিহাসে
প্রথম লিখিত সংবিধান)।
|
|
আটলান্টিক সনদ
|
১৪ আগস্ট ১৯৪১
|
দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর
পৃথিবীতে শান্তি ও নিরাপত্তা।
|
|
জাতিসংঘ সনদ
|
২৬ জুন ১৯৪৫
|
জাতিসংঘ প্রতিষ্ঠা।
|
|
মানবাধিকার সনদ (জাতিসংঘ)
|
১০ ডিসেম্বর ১৯৪৮
|
মানব জাতির প্রত্যেকটি
মানুষের সহজাত মর্যাদা, সততা ও সমান অধিকারের স্বীকৃতি।
|
|
আসিয়ান সনদ
|
১৫ ডিসেম্বর ২০০৮
|
ইউরোপীয় ইউনিয়নের আদলে
একক কমিউনিটি গঠন।
|
|
অসলো সনদ
|
৩ ডিসেম্বর ২০০৮
|
বিশ্বব্যাপী গুচ্ছ
(ক্লাস্টার) বোমা ব্যবহার নিষিদ্ধকরণ।
|
v
বহু পাক্ষিক
চুক্তিঃ
|
চুক্তির নাম ও স্থান
|
স্বাক্ষর
|
উদ্দেশ্য / বিষয়বস্তু
|
|
২য় ভার্সাই চুক্তি
(ফ্রান্স)
|
২৮ জুন ১৯১৯
|
প্রথম বিশ্বযুদ্ধের
অবসান।
|
|
ব্রেটন উডস চুক্তি
(যুক্তরাষ্ট্র)
|
জুলাই ১৯৪৪
|
IBRD ও IMF গঠন।
|
|
প্যারিস শান্তি চুক্তি
|
১০ ফেব্রুয়ারি ১৯৪৭
|
দ্বিতীয় বিশ্বযুদ্ধের
সমাপ্তি।
|
|
উত্তর আটলান্টিক চুক্তি
|
৪ এপ্রিল ১৯৪৯
|
ন্যাটো প্রতিষ্ঠা।
|
|
লন্ডন চুক্তি
|
৫ মে ১৯৪৯
|
কাউন্সিল অব ইউরোপ
প্রতিষ্ঠা।
|
|
জেনেভা কনভেনশন (চতুর্থ)
(সুইজারল্যান্ড)
|
১২ আগস্ট ১৯৪৯
|
যুদ্ধবন্দি ও যুদ্ধাহত
ব্যক্তিদের সাথে আচরণ বিধির ওপর ৪টি আন্তর্জাতিক চুক্তি।
|
|
রোম চুক্তি
|
২৫ মার্চ ১৯৫৭
|
ইউরোপিয়ান ইকোনোমিক
কমিউনিটি (EEC) প্রতিষ্ঠা।
|
|
মন্ট্রিল প্রটোকল
|
১৬ সেপ্টেম্বর ১৯৮৯
|
-
|
|
শেনজেন চুক্তি (লুক্সেমবার্গ)
|
১৪ জুন ১৯৮৫
|
২৮টি দেশের মধ্যে ভিসামুক্ত
চলাচল।
|
|
ম্যাসট্রিচট চুক্তি
(নেদারল্যান্ড)
|
৭ ফেব্রুয়ারি ১৯৯২
|
ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠা।
|
|
সাপটা চুক্তি (বাংলাদেশ)
|
১১ এপ্রিল ১৯৯৩
|
সার্ক সদস্য দেশগুলোর
মধ্যে বাণিজ্য উদারীকরণ।
|
|
উত্তর আয়ারল্যান্ড
শান্তি চুক্তি
|
১০ এপ্রিল ১৯৯৮
|
উত্তর আয়ারল্যান্ডে
রাজনৈতিক স্থিতিশীলতা।
|
|
রোম চুক্তি
|
১৭ জুলাই ১৯৯৮
|
আন্তর্জাতিক অপরাধ
আদালত প্রতিষ্ঠা।
|
|
সাফটা চুক্তি (পাকিস্তান)
|
৬ জানুয়ারি ২০০৪ (কার্যকর
১ জুলাই ২০০৭)
|
সার্কভুক্ত দেশগুলোর
মধ্যে বাণিজ্য সহযোগিতা জোরদার করা।
|
|
লিসবন চুক্তি
|
১৩ ডিসেম্বর ২০০৭
|
ইউরোপীয় ইউনিয়নকে পুনগঠিন
করা।
|
|
পরমাণু অস্ত্র বিস্তার
রোধ চুক্তি (NPT)
|
১ জুলাই ১৯৬৮ (কার্যকর
৫ মার্চ ১৯৭০)
|
পারমাণবিক অস্ত্রের
সীমিতকরণ।
|
|
সমন্বিত অস্ত্র বিস্তার
রোধ চুক্তি (CTBT)
|
২৪ সেপ্টেম্বর ১৯৯৬
|
বিশ্বব্যাপী পারমাণবিক
পরীক্ষামূলক বিস্ফোরণ নিষিদ্ধ করা।
|
|
অটোয়া চুক্তি
|
৩ ডিসেম্বর ১৯৯৭
|
ব্যক্তি বিব্ধংসী মাইন
ব্যবহার মজুদ, উৎপাদন ও স্থানান্তর নিষিদ্ধ করা।
|
|
মহাশূণ্য চুক্তি
|
২৭ জানুয়ারি ১৯৬৭
|
মহাশূণ্য সংক্রান্ত
প্রথম আন্তর্জাতিক চুক্তি। পৃথিবীর বাইরে মহাশূণ্যে কোনো পারমাণবিক অস্ত্র স্থাপন
না করা এবং শান্তিপূর্ণভাবে মহাকাশ অভিযান সহযোগিতা করা।
|
v
গুরুত্বপূর্ণ
চুক্তিসমূহঃ
|
চুক্তির নাম
|
সম্পাদনের তারিখ
|
স্থান
|
পক্ষসমূহ
|
|
বাংলাদেশ ভারত মৈত্রী
চুক্তি
|
১৯ মার্চ, ১৯৭২
|
নয়াদিল্লী, ভারত
|
বাংলাদেশ – ভারত
|
|
ডেটন চুক্তি
|
২১ নভেম্বর, ১৯৯৫
|
ডেটন বিমান বাহিনীর
ঘাঁটি বসনিয়া
|
হারজোগোভিনা
|
|
বাংলাদেশ-ভারত পানি
চুক্তি
|
১২ ডিসেম্বর, ১৯৯৬
|
হায়দ্রাবাদ হাউস নয়াদিল্লী,
ভারত
|
বাংলাদেশ – ভারত
|
|
শান্তির বিনিময়ে ভূমি
চুক্তি (ওয়াই রিভার শান্তি চুক্তি)
|
২৪ অক্টোবর ১৯৯৮
|
ওয়াই রিভার, যুক্তরাষ্ট্র
|
ইসরাইল – ফিলিস্তিন
|
|
শ্রীলংকা ও LTTE সমঝোতা চুক্তি
|
৯ জানুয়ারি ২০০৩
|
ব্যাংকক, থাইল্যান্ড
|
শ্রীলংকা ও LTTE
|
ডাউনলোড করতে এখানে কিক্ল করুন

0 coment rios: