জাতিসংঘ
গঠন সংক্রান্ত আটলান্টিক ঘোষণা কবে স্বাক্ষরিত হয়? – ১৪ আগস্ট, ১৯৪১।
জাতিসংঘের
খসড়া সনদ কবে প্রণয়ন করা হয়? – ১৯৪৪ সালে।
জাতিসংঘ
গঠনের উদ্দেশ্যে ১৯৪৩ সালে কোথায় সম্মেলন অনুষ্ঠিত হয়? – ইরানের রাজধানী তেহরানে।
জাতিসংঘ
প্রতিষ্ঠার লক্ষ্যে মিত্রবাহিনীর প্রথম সম্মেলন ছিল কোনটি? – তেহরান সম্মেলন।
প্রিন্সেস
অব ওয়েলস’ কী? – ব্রিটিশ রণতরী (এখানে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়)।
জাতিসংঘ
গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত সম্মেলনগুলোর একমাত্র এশিয়াতে অনুষ্ঠিত হয় কোনটি? – তেহরান
সম্মেলন (এটিই মিত্রবাহিনীর প্রথম সম্মেলন)।
জাতিসংঘ
গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত সম্মেলনগুলোর একমাত্র আফ্রিকাতে অনুষ্ঠিত সম্মেলন কোনটি? –
কাসাব্লাংকা সম্মেলন।
জাতিসংঘ
প্রতিষ্ঠার কোন সম্মেলনে প্রস্তাবিত ৭ দফা চুক্তিতে জাতিসংঘ নামটি ব্যবহৃত হয়? – মস্কো
সম্মেলন (এই সম্মেলনে জাতিসংঘ নামকরণ হয়)।
জাতিসংঘ
প্রতিষ্ঠার কোন সম্মেলনে ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রকে Veto (ভেটো) ক্ষমতা প্রদানের সিদ্ধান্ত
গৃহীত হয়? – ইয়াল্টা সম্মেলন (ইয়াল্টা ইউক্রেণের রাজধানী শহর)।
জাতিসংঘের
মূলনীতি কয়টি? – ৭টি।
জাতিসংঘ
প্রতিষ্ঠার কোন সম্মেলনে FAO প্রতিষ্ঠিত
হয়? – ব্রিটন উড্স সম্মেলন।
জাতিসংঘ
প্রতিষ্ঠার সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ সম্মেলন কোনটি? – সানফ্রান্সিসকো সম্মেলন।
আন্তর্জাতিক
রাজনীতিতে বহুল আলোচিত Veto
কোন দেশীয় শব্দ? – ল্যাটিন (এর অর্থ – আমি ইহা মানিনা)।
জাতিসংঘের
নতুন প্রতিষ্ঠিত সংস্থাটি কী? – WFO (World Financil Organisation)
WFO-এর
কাজ কী? – বিশ্বের বিভিন্ন দেশের স্বল্পমেয়াদী বিদেশী বিনিয়োগ নিয়ন্ত্রণ করা।
জাতিসংঘের
দেয়া তথ্য মতে, পৃথিবীতে মোট LDC
(স্বল্পোন্নত দেশ) কয়টি? – ৪৮টি (২০১৪)।
জাতিসংঘ
সনদ কবে, কোথায় এবং কতটি দেশের প্রতিনিধিদের সম্মতিতে গৃহীত হয়? – ২৫ এপ্রিল-২৬ জুন,
১৯৪৫, সানফ্রান্সিসকোতে, ৫০টি দেশের সম্মতিতে।
কোন
দেশ জাতিসংঘের সনদে স্বাক্ষর না করে ও প্রতিষ্ঠার সময় জাতিসংঘের সদস্যভুক্ত হয়? – পোল্যান্ড।
(১৫ অক্টোবর, ১৯৪৫ – পোল্যান্ড স্বাক্ষর করে)
জাতিসংঘের
চার্টার (সনদ) করে গৃহীত হয়? – এপ্রিল ২৫, ১৯৪৫।
জাতিসংঘ
সনদ কার্যকরি হয় কবে থেকে? – অক্টোবর ২৪, ১৯৪৫।
প্রতি
বছরের কোন তারিখকে ‘জাতিসংঘ দিবস’ বলা হয়? – ২৪ অক্টোবরকে।
কতটি
দেশের প্রতিনিধিদের সম্মতিতে জাতিসংঘ চার্টার গ্রহীত হয়? – ৫০টি।
জাতিসংঘ
সনদের রচয়িতা কে? – Archibald Macleish.
জাতিসংঘের
পতাকা কিরূপ? – হালকা নীল রঙের মাঝে একটি বৃত্তের মাঝখানে জাতিসংঘের প্রতীক।
জাতিসংঘের
বর্তমান সদস্য সংখ্যা কত? – ১৯৩ (সর্বশেষ দক্ষিণ সুদান)।
জাতিসংঘের
স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা কত ও কোন কোন দেশ? – ২টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
জাতিসংঘ
সনদ স্বাক্ষর বিষয়ক সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হয়? – সানফ্রান্সিসকোতে।
জাতিসংঘ
সনদ স্বাক্ষর বিষয়ক সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হয়? – সানফ্রান্সিসকোতে।
জাতিসংঘ
সদর দফতর নির্মিত হয় কত সালে? – ১৯৫২ সালে (২৯ তলা বিশিষ্ট)।
জাতিসংঘের
সদর দফতর কোথায় অবস্থিত? – নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র)।
জাতিসংঘের
৬টি ভাষার মধ্যে কার্যকরী ভাষা কয়টি ও কী কী? – ২টি; ইংরেজি ও ফরাসি।
জাতিসংঘ
সদর দফতরের জন্য জমি দান করেন কে? – জন ডি. রকফেলার (১৭ একর)।
জাতিসংঘের
বাজেট কত বছরে একবার ঘোষিত হয়? – ২ বছরে।
জাতিসংঘ
২০০০ সালের রিপোর্ট জানুয়ারি কত সাল নাগাদ বিশ্বের সব শিশুকে বাধ্যতামূলক প্রাথমিক
শিক্ষার আওতায় আনা হবে? – ২০১৫ সাল নাগাদ।
জাতিসংঘে
নিযুক্ত প্রথম ন্যায়পালের নাম কী? – প্যাট্রিসিয়া ডুরাই (জ্যামাইকার পররাষ্ট্রমন্ত্রী)।
জাতিসংঘের
মিলেনিয়াম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? – ৬ সেপ্টেম্বর, ২০০০ সালে।
ক্রোডেনসিয়াল
কমিটি কী? – জাতিসংঘ কর্তৃক কোন সরকারকে স্বীকৃতি বা অনুমোদন করার ক্ষমতা প্রাপ্ত কমিটি।
(চীন-রাশিয়া সদস্য)।
Hi, I'm Mohon. Here, you will find the latest PDF Notes, Books and Other Educatonal Materials. You Can Download All of these Free of Cost. Thank's For being with me. Stay Tuned...
0 coment rios: