১০ম – ৩৭তম বিসিএস পরীক্ষায় আসা ব্যাসবাক্য সহ সমাস নির্ণয়
পিডিএফ ডাউনলোড
v দ্বন্দ্ব সমাসঃ
Ø
মরাবাঁচা ---- মরা ও বাঁচা --- দ্বন্দ্ব
Ø
দা -- কুমড়া ---- দা ও কুমড়া --- দ্বন্দ্ব
Ø
সৈন্য সামন্ত ---- সৈন্য ও সামন্ত --- দ্বন্দ্ব
Ø
রক্তমাংস ---- রক্ত ও মাংস --- দ্বন্দ্ব
Ø
ভরণপোষণ ---- ভোরণ ও পোষণকারী ---দ্বন্দ্ব
Ø
জনমানব ---- জন ও মানব --- দ্বন্দ্ব
Ø
সাত সতের ---- সাত ও সতের --- দ্বন্দ্ব
Ø
দুধভাত ---- দুধ ও ভাত --- দ্বন্দ্ব
Ø
সাপে--নেউলে ---- সাপে ও নেউলে --- দ্বন্দ্ব
Ø
দম্পতি ---- জায়া ও পতি --- দ্বন্দ্ব
Ø
লেনদেন ---- লেন ও দেন --- দ্বন্দ্ব
Ø
হিতাহিত ---- হিত ও অহিত --- দ্বন্দ্ব
Ø
অত্যাচারঅবিচার ---- অত্যাচার ও অবিচার --- দ্বন্দ্ব
v অলুক দ্বন্দ্ব
সমাসঃ
হাতে পায়ে ---- হাতে ও পায়ে --- অলুক দ্বন্দ্ব
দুধেভাতে ----- দুধে ও ভাতে --- অলুক দ্বন্দ্ব
বনেবাদারে ---- বনে ওবাদারে --- অলুক দ্বন্দ্ব
জন্ম মৃত্যু ---- জন্ম ও মৃত্যু --- অলুক দ্বন্দ্ব
v কর্মধারয় সমাসঃ
v মধ্যপদলোপী
কর্মধারয় সমাসঃ
Ø
সিংহাসন ---সিংহ চিহ্নিত আসন --- মধ্যপদলোপী কর্মধারয়
Ø
হাঁটুজল --- হাঁটু পরিমান জল --- মধ্যপদলোপী কর্মধারয়
Ø
পানাপুকুর --- পানা ভরা পুকুর --- মধ্যপদলোপী কর্মধারয়
Ø
বিরানব্বই --- নব্বই অধিক দুই --- মধ্যপদলোপী কর্মধারয়
Ø
শিক্ষামন্ত্রী --- শিক্ষা বিষয়ক মন্ত্রী --- মধ্যপদলোপী
কর্মধারয়
Ø
পলান্ন --- পল মিশ্রিত অন্ন --- মধ্যপদলোপী কর্মধারয়
Ø
মমতারস --- মমতা মিশ্রিত রস --- মধ্যপদলোপী কর্মধারয়
Ø
ধর্মঘট --- ধর্ম রক্ষার্থে ঘট --- মধ্যপদলোপী কর্মধারয়
Ø
আয়কর --- আয়ের উপর কর --- মধ্যপদলোপী কর্মধারয়
Ø
সন্ধ্যা প্রদীপ --- সন্ধ্যা কাল জ্বালানো প্রদীপ
--- মধ্যপদলোপী কর্মধারয়
Ø
জয় পতাকা --- জয় সূচক পতাকা --- মধ্যপদলোপী কর্মধারয়
Ø
জ্যোৎস্নারাত --- জ্যোৎস্না শোভিত রাত --- মধ্যপদলোপী
কর্মধারয়
Ø
ডাকবাক্স --- ডাক ফেলার বাক্স --- মধ্যপদলোপী কর্মধারয়
v উপমান কর্মধারয়
সমাসঃ
Ø
কুসুমকোমল ---- কুসুমের মতো কমল --- উপমান কর্মধারয়
Ø
বজ্রকন্ঠ ---- বজ্রের ন্যায় কন্ঠ --- উপমান কর্মধারয়
Ø
শশব্যস্ত ---- শশকের ন্যায় ব্যস্ত --- উপমান কর্মধারয়
Ø
কচুকাটা ---- কচুর মতো কাটা --- উপমান কর্মধারয়
Ø
কাজলকালো ---- কাজলের মতো কালো --- উপমান কর্মধারয়
Ø
তুষারশীতল ---- তুষারের ন্যায় শীতল --- উপমান কর্মধারয়
Ø
পদ্ম আঁখি ---- পদ্মের ন্যায় আঁখি --- উপমান কর্মধারয়
Ø
বাহুলতা ---- বাহু লতার ন্যায় --- উপমান কর্মধারয়
Ø
চাঁদমুখ ---- চাঁদের ন্যায় মুখ --- উপমান কর্মধারয়
Ø
রক্তকোমল ---- রক্তের ন্যায় কোমল --- উপমান কর্মধারয়
v উপমিত কর্মধারয়
সমাসঃ
Ø
ফুলকুমারী ---- কুমারী ফুলের ন্যায় --- উপমিত কর্মধারয়
Ø
মনবিহঙ্গ ---- মন বিহঙ্গের ন্যায় --- উপমিত কর্মধারয়
Ø
বাহুলতা ---- বাহু লতার ন্যায় --- উপমিত কর্মধারয়
Ø
মুখচন্দ্র ---- মুখ চন্দ্রের ন্যায় --- উপমিত কর্মধারয়
Ø
করপল্লব ---- কর পল্লবের ন্যায় ---। উপমিত কর্মধারয়
Ø
চরণকমল ---- চরণ কমলের ন্যায় --- উপমিত কর্মধারয়
v রূপক কর্মধারয়
সমাসঃ
Ø
মোহনিদ্রা ---- মোহ রূপ নিদ্রা --- রূপক কর্মধারয়
Ø
মনমাঝি ---- মন রূপ মাঝি --- রূপক কর্মধারয়
Ø
যৌবনসূর্য ---- যৌবন রূপ সূর্য --- রূপক কর্মধারয়
Ø
অলসতন্দ্রা ---- অলস রূপ তন্দ্রা --- রূপক কর্মধারয়
Ø
জীবন নদী ---- জীবন রূপ নদী --- রূপক কর্মধারয়
Ø
বিষাদসিন্ধু ---- বিষাদ রূপ সিন্ধু --- রূপক কর্মধারয়
Ø
দিলদরিয়া ---- দিল রূপ দরিয়া --- রূপক কর্মধারয়
Ø
জীবন প্রদীপ ---- জীবন রূপ প্রদীপ --- রূপক কর্মধারয়
Ø
পরাণ পাখি ---- পরাণ রূপ পাখি --- রূপক কর্মধারয়
v তৎপুরুষ সমাসঃ
v দ্বিতীয়া তৎপুরুষ
সমাসঃ
Ø দুঃখপ্রাপ্ত
---- দুঃখকে প্রাপ্ত --- দ্বিতীয়া তৎপুরুষ
Ø মাছধরা
---- মাছকে ধরা --- দ্বিতীয়া তৎপুরুষ
Ø আমকুড়ানো
---- আমকে কুড়ানো --- দ্বিতীয়া তৎপুরুষ
Ø চিরসুখী
---- চিরকাল ব্যাপী সুখি --- দ্বিতীয়া তৎপুরুষ
Ø দেশভঙ্গ
---- দেশকে ভঙ্গ --- দ্বিতীয়া তৎপুরুষ
Ø নবীনবরণ
---- নবীনকে বরণ --- দ্বিতীয়া তৎপুরুষ
Ø বিস্ময়াপন্ন
---- বিস্ময়কে আপন্ন --- দ্বিতীয়া তৎপুরুষ
Ø পৃষ্ঠপ্রদর্শন
---- পৃষ্ঠকে প্রদর্শন --- দ্বিতীয়া তৎপুরুষ
Ø অতিথিসৎকার
---- অতিথিকে সৎকার --- দ্বিতীয়া তৎপুরুষ
Ø প্রাণবোধ
---- প্রানকে বোধ --- দ্বিতীয়া তৎপুরুষ
Ø রথচালন
---- রথকে চালনী --- দ্বিতীয়া তৎপুরুষ
v তৃতীয়া তৎপুরুষ
সমাসঃ
Ø বাকবিতণ্ডা
---- বাক দ্বারা বিতন্ডা --- তৃতীয়া তৎপুরুষ
Ø ছায়াশীতল
---- ছায়া দ্বারা শীতল --- তৃতীয়া তৎপুরুষ
Ø মধুমাথা
---- মধু দিয়ে মাখা --- তৃতীয়া তৎপুরুষ
Ø মেঘলুপ্ত
---- মেঘ দ্বারা লুপ্ত --- তৃতীয়া তৎপুরুষ
Ø শ্রমলব্ধ
---- শ্রম দ্বারা লব্ধ --- তৃতীয়া তৎপুরুষ
Ø জনাকীর্ণ
---- জন দ্বারা আকীর্ণ --- তৃতীয়া তৎপুরুষ
Ø মনগড়া
---- মন দ্বারা গড়া --- তৃতীয়া তৎপুরুষ
Ø ঢেঁকিছাটা
---- ঢেকি দ্বারা ছাটা --- তৃতীয়া তৎপুরুষ
Ø জ্ঞানশূন্য
---- জ্ঞান দ্বারা শূন্য --- তৃতীয়া তৎপুরুষ
Ø পদদলিত
---- পদ দ্বারা দলিল --- তৃতীয়া তৎপুরুষ
Ø অঙ্গুলিসংকেত
---- অঙ্গুলি দ্বারা সংকেত --- তৃতীয়া তৎপুরুষ
Ø ন্যায়সঙ্গত
---- ন্যায় দ্বারা সঙ্গত --- তৃতীয়া তৎপুরুষ
Ø জলসেচন
---- জল দ্বারা সেচন --- তৃতীয়া তৎপুরুষ
Ø তমসাচ্ছন্ন
---- তমসা দ্বারা আচ্ছন্ন --- তৃতীয়া তৎপুরুষ
Ø যুক্তিসঙ্গত
---- যুক্তি দ্বারা সঙ্গত --- তৃতীয়া তৎপুরুষ
Ø শোকার্ত
---- শোক দ্বারা আর্ত --- তৃতীয়া তৎপুরুষ
Ø রাজদত্ত
---- রাজা কর্তৃক দত্ত --- তৃতীয়া তৎপুরুষ
v চতুর্থী তৎপুরুষ
সমাসঃ
Ø বিয়েপাগল
---- বিয়ের জন্য পাগল --- চতুর্থী তৎপুরুষ
Ø জয়মুকুট
---- জয়ের নিমিত্তে মুকুট --- চতুর্থী তৎপুরুষ
Ø তপোবন
---- তপের নিমিত্তে বন --- চতুর্থী তৎপুরুষ
Ø আয়কর
---- আয়ের উপর কর --- চতুর্থী তৎপুরুষ
Ø হজ্জ্বযাত্রা
---- হজ্জ্বের জন্য যাত্রা --- চতুর্থী তৎপুরুষ
Ø জীবনবীমা
---- জীবনের জন্য বিমা --- চতুর্থী তৎপুরুষ
Ø ধর্মকার্য
---- ধর্মের নিমিত্তে কার্য --- চতুর্থী তৎপুরুষ
v পঞ্চমী তৎপুরুষ সমাসঃ
Ø পদচ্যুতি
---- পদ থেকে চ্যুতি --- পঞ্চমী তৎপুরুষ
Ø জন্মান্ধ
---- জন্ম থেকে অন্ধ --- পঞ্চমী তৎপুরুষ
Ø প্রাণ
প্রিয় ---- প্রাণের চেয়ে প্রিয় --- পঞ্চমী তৎপুরুষ
Ø দেশত্যাগ
---- দেশ থেকে ত্যাগ --- পঞ্চমী তৎপুরুষ
Ø মুখভ্রাষ্ট
---- মুখ থেকে ভ্রাষ্ট --- পঞ্চমী তৎপুরুষ
Ø যুদ্ধ
বিরতি ---- যুদ্ধ থেকে বিরতি --- পঞ্চমী তৎপুরুষ
Ø দেশপলাতক
---- দেশ থেকে পলাতক --- পঞ্চমী তৎপুরুষ
v ষষ্ঠী তৎপুরুষ
সমাসঃ
Ø রাজপথ
---- পথের রাজা --- ষষ্ঠী তৎপুরুষ
Ø পুষ্পসৌরভ
---- পুষ্পের সৌরভ --- ষষ্ঠী তৎপুরুষ
Ø ঝরনাধারা
---- ঝরনার ধারা --- ষষ্ঠী তৎপুরুষ
Ø কলঙ্করেখা
---- কলঙ্কের রেখা --- ষষ্ঠী তৎপুরুষ
Ø রাজহংস
---- হংসের রাজা --- ষষ্ঠী তৎপুরুষ
Ø গৃহকর্ত্রী
---- গৃহের কর্ত্রী --- ষষ্ঠী তৎপুরুষ
Ø গল্পপ্রেমিক
---- গল্পের প্রেমিক --- ষষ্ঠী তৎপুরুষ
Ø পাষাণ
স্তুপ ---- পাষানের স্তুপ --- ষষ্ঠী তৎপুরুষ
Ø বিধি
লিপি ---- বিধির লিপি --- ষষ্ঠী তৎপুরুষ
Ø বজ্রসম
---- বজ্রের সম --- ষষ্ঠী তৎপুরুষ
Ø গণতন্ত্র
---- গনের নিয়ন্ত্রিত তন্ত্র --- ষষ্ঠী তৎপুরুষর
Ø মৃগশিশু
---- মৃগীর শিশু --- ষষ্ঠী তৎপুরুষ
Ø প্রাণভয়
---- প্রানের ভয় --- ষষ্ঠী তৎপুরুষ
Ø চাবাগান
---- চায়ের বাগান --- ষষ্ঠী তৎপুরুষ
Ø বনমধ্যে
---- বনের মধ্যে --- ষষ্ঠী তৎপুরুষ
Ø রাজনীতি
---- রাজার নীতি --- ষষ্ঠী তৎপুরুষ
Ø খেয়াঘাট
---- খেয়ার ঘাট --- ষষ্ঠী তৎপুরুষ
Ø মামাবাড়ি
---- মামার বাড়ি --- ষষ্ঠী তৎপুরুষ
v সপ্তমী তৎপুরুষ সমাসঃ
Ø অকাল
বার্ধক্য ---- অকালে বার্ধক্য --- সপ্তমী তৎপুরুষ
Ø বনভোজন
---- বনে ভোজন --- সপ্তমী তৎপুরুষ
Ø সলিল
সমাধি ---- সলিলে সমাধি --- সপ্তমী তৎপুরুষ
Ø গাছ পাকা
---- গাছে পাকা --- সপ্তমী তৎপুরুষ
Ø রথারোহণ
---- রথে আরোহন ---সপ্তমী তৎপুরুষ
v নঞ তৎপুরুষ
সমাসঃ
Ø অনেক
---- ন- এক --- নঞ তৎপুরুষ
Ø অনাচার
---- নেই আচার --- নঞ তৎপুরুষ
Ø অক্ষত
---- নয় ক্ষত --- নঞ তৎপুরুষ
Ø অনতিবৃহৎ
---- নয় অতি বৃহৎ --- নঞ তৎপুরুষ
Ø অবিশ্বাস্য
--- নয় বিশ্বাস্য --- নঞতৎপুরুষ
Ø অকাতর
---- ন কাতর --- নঞ তৎপুরুষ
Ø অনৈক্য
---- ন ঐক্য --- নঞ তৎপুরুষ
Ø অনাসক্ত
---- নয় আসক্ত --- নঞ তৎপুরুষ
Ø অনাশ্রিত
---- নয় আশ্রিত --- নঞ তৎপুরুষ
Ø নামঞ্জুর
---- নয় মঞ্জুর --- নঞ তৎপুরুষ
Ø অস্থির
---- নয় স্থির --- নঞ তৎপুরুষ
v উপপদ তৎপুরুষ
সমাসঃ
Ø মধুকর
---- মধু করে যে --- উপপদ তৎপুরুষ
Ø গৃহস্থ
---- গৃহে থাকে যে ---উপপদ তৎপুরুষ
Ø বাজিকর
---- বাজি করে যে --- উপপদ তৎপুরুষ
Ø ইন্দ্রজিৎ
---- ইন্দ্রকে জয় করেছে যে ---উপপদ তৎপুরুষ
Ø পকেটমার
---- পকেট মারে যে ---উপপদ তৎপুরুষ
Ø তিমিরবিদারী
---- তিমির বিদীর্ণ করে যে ---উপপদ তৎপুরুষ
Ø পঙ্কজ
---- পঙ্কে জন্মে যা ---উপপদ তৎপুরুষ
Ø প্রিয়ংবদা
---- প্রিয় কথা বলে যে নারী ---উপপদ তৎপুরুষ
Ø ক্ষীণজীবী
---- ক্ষীণভাবে বাঁচে যে ---উপপদ তৎপুরুষ
Ø মৃত্যুঞ্জয়
---- মৃত্যুকে জয় করেছে যে ---উপপদ তৎপুরুষ
Ø বস্তুহারা
---- বস্তু হারিয়েছে যে ---উপপদ তৎপুরুষ
Ø মনোহারিণী
---- মন হরণ করে যে নারী --- উপপদ তৎপুরুষ।
Ø জাদুকর
---- জাদু করে যে --- উপপদ তৎপুরুষ
Ø সত্যবাদী
---- সত্য কথা বলে যে --- উপপদ তৎপুরুষ
v নিত্য সমাসঃ
Ø দেশান্তর
---- অন্য দেশ ---- নিত্য সমাস
Ø বাক্যান্তর
---- অন্য বাক্য --- নিত্য সমাস
Ø রূপান্তর
---- অন্য রূপ --- নিত্য সমাস
Ø গৃহান্তর
---- অন্য গৃহ --- নিত্য সমাস
Ø গ্রামান্তর
---- অন্য গ্রাম ---নিত্য সমাস
Ø কালান্তর
---- অন্যকাল ---নিত্য সমাস
Ø আমরা
---- আমি,তুমি ও সে --- নিত্য সমাস
Ø দ্বীপান্তর
---- অন্য দ্বীপ --- নিত্য সমাস
Ø তন্মাত্র
---- কেবল মাত্র/তা --- নিত্য সমাস
Ø অন্যন্তর
---- অন্য জায়গায় --- নিত্য সমাস
Ø মাথাপিছু
---- প্রতি মাথা ---নিত্য সমাস
Ø হস্তান্তর
---- অন্য হস্ত --- নিত্য সমাস
v বহুব্রীহি সমাসঃ
Ø
মহাত্মা ---- মহৎ আত্মা যার --- বহুব্রীহি
Ø
পাঁচগজ ---- পাঁচ গজ পরিমাণ যার --- বহুব্রীহি
Ø
মন্দভাগ্য ---- মন্দ ভাগ্য যার --- বহুব্রীহি
Ø
একরোখা ---- এক দিকে রোখ যার --- বহুব্রীহি
Ø
সুশীল ---- সু-শীল যার --- বহুব্রীহি
Ø
প্রাণচঞ্চল ---- চঞ্চল যে প্রাণ --- বহুব্রীহি
Ø
সতীর্থ ---- সমান তীর্থ যাদের --- বহুব্রীহি
Ø
কমবখত ---- কম বখত যার --- বহুব্রীহি
Ø
দশানন ---- দশ আনন যার --- বহুব্রীহি
Ø
উণানভ ---- ঊণা নাভিতে যার --- বহুব্রীহি
Ø
সদর্প ---- দর্পের সহিত বর্তমান --- বহুব্রীহি
Ø
অল্পপ্রাণ ---- অল্প প্রান যার --- বহুব্রীহি
Ø
বীণাপাণি ---- বীণা পানিতে যার --- বহুব্রীহি
Ø
বিমনা ---- বিচলিত মন যার --- বহুব্রীহি
Ø
সহোদর ---- সমান উদর যার --- বহুব্রীহি
Ø
দোভাষী ---- দুই ভাষা জ্ঞান যার --- বহুব্রীহি
Ø
নদীমাতৃক ---- নদী মাতা যার --- বহুব্রীহি
Ø
চন্দ্রচূড় ---- চন্দ্র চূড়ায় যার --- বহুব্রীহি
Ø
তিমিরকুন্তলা ---- তিমিরের ন্যায় কুন্তল যার ---
বহুব্রীহি
Ø
সুহৃদয় ---- সুন্দর হৃদয় যার --- বহুব্রীহি
Ø
চতুর্দশপদী ---- চতুর্দশ পদ যার --- বহুব্রীহি
Ø
বিপত্নীক ---- বিগত পত্নী যার --- বহুব্রীহি
v নঞ বহুব্রীহি সমাসঃ
Ø
অনাশ্রিত ---- নেই আশ্রয় যার --- নঞ বহুব্রীহি
Ø
অনিবার্য ---- নিবারন করা যায় না যা --- নঞ বহুব্রীহি
Ø
নিরর্থক ---- নেই অর্থ যাতে --- নঞ বহুব্রীহি
Ø
বেহিসাবি ---- নেই হিসাব যার --- নঞ বহুব্রীহি
Ø
বিশ্রী ---- শ্রী নেই যার --- নঞ বহুব্রীহি
Ø
বেতার ---- নেই তার যার --- নঞ বহুব্রীহি
Ø
বেওয়ারিশ ---- নেই ওয়ারিশ যার --- নঞ বহুব্রীহি
Ø
অনসূয়া ---- নেই অসূয়া যার --- নঞ বহুব্রীহি
Ø
বেহায়া ---- নেই হায়া যার --- নঞ বহুব্রীহি
v ব্যতিহার বহুব্রীহি
সমাসঃ
Ø হাসাহাসি
---- হাসতে হাসতে যে ক্রিয়া --- ব্যতিহার বহুব্রীহি
Ø হাতাহাতি
---- হাতে হাতে যে দ্বন্দ্ব --- ব্যতিহার বহুব্রীহি
Ø কানাকানি
---- কানে কানে যে কথা --- ব্যতিহার বহুব্রীহি
Ø কোলাকুলি
---- কোলে কোলে যে মিলন --- ব্যতিহার বহুব্রীহি
Ø গলাগলি
---- গলায় গলায় যে মিল --- ব্যতিহার বহুব্রীহি
Ø রক্তারক্তি
---- রক্তে রক্তে যে যুদ্ধ --- ব্যতিহার বহুব্রীহি
v দ্বিগু সমাসঃ
Ø
শতাব্দী ---- শত অব্দের সমাহার ---দ্বিগু সমাস
Ø
তেপান্তর ---- তে প্রান্তর সমাহার --- দ্বিগু সমাস
Ø
সপ্তর্ষি ---- সপ্ত ঋষির সমাহার --- দ্বিগু সমাস
Ø
সেতার ---- সে তারের সমাহার --- দ্বিগু সমাস
Ø
চতুর্ভুজ ---- চতুঃ ভূজের সমাহার --- দ্বিগু সমাস
Ø
সপ্তাহ ---- সপ্ত অহের সমাহার --- দ্বিগু সমাস
Ø
পশুরী ---- পাঁচ সেরের সমাহার --- দ্বিগু সমাস
Ø
ত্রিলোক ---- ত্রি লোকের সমাহার --- দ্বিগু সমাস
Ø
পঞ্চবটী ---- পঞ্চ বটের সমাহার --- দ্বিগু সমাস
Ø
ত্রিফলা ---- ত্রি ফলার সমাহার --- দ্বিগু সমাস
Ø
চৌরাস্তা ---- চৌ রাস্তার সমাহার --- দ্বিগু সমাস
Ø
ষড়ভুজ ---- ষড় ভুজের সমাহার --- দ্বিগু সমাস
v অব্যয়ীভাব
সমাসঃ
Ø
হাভাত ---- ভাতের অভাব ---অব্যয়ীভাব সমাস
Ø
উচ্ছাস ---- শ্বাসকে অতিক্রান্ত ---অব্যয়ীভাব সমাস
Ø
যথাসাধ্য ---- সাধ্যকে অতিক্রম না করা ---অব্যয়ীভাব
সমাস
Ø
আকর্ণ ---- কর্ণ পর্যন্ত ---অব্যয়ীভাব সমাস
Ø
যথারীতি ---- রীতিকে অতিক্রম না করা ---অব্যয়ীভাব
সমাস
Ø
উপজেলা ---- জেলার ক্ষুদ্র ---অব্যয়ীভাব সমাস
Ø
আলুনি ---- নুনের অভাব --- অব্যয়ীভাব সমাস
Ø
আমূল ---- মূল পর্যন্ত --- অব্যয়ীভাব সমাস
Ø
উদ্বেল ---- বেলাকে অতিক্রান্ত --- অব্যয়ীভাব সমাস
Ø
আপাদমস্তক ---- পা হতে মাথা পর্যন্ত ---অব্যয়ীভাব
সমাস
Ø
দুর্ভিক্ষ ---- ভিক্ষার অভাব ---অব্যয়ীভাব সমাস
Ø
অতিমাত্র ---- মাত্রাকে অতিক্রম ---অব্যয়ীভাব সমাস
Ø
হরতাল ---- তালের অভাব ---অব্যয়ীভাব সমাস
Ø
যথাবিধি ---- বিধিকে অতিক্রম না করা ---অব্যয়ীভাব
সমাস
Ø
অনুগমন ---- গমনের পশ্চাৎ ---অব্যয়ীভাব সমাস
Ø
প্রতিদান ---- দানের বিপরীত ---অব্যয়ীভাব সমাস
Ø
উপকন্ঠ ---- কন্ঠের সমীপে ---অব্যয়ীভাব সমাস
Ø
প্রতিচ্ছবি ---- সদৃশ সদৃশ ---অব্যয়ীভাব সমাস
Ø
প্রতিক্ষণ ---- ক্ষণ ক্ষণ ---অব্যয়ীভাব সমাস
Ø
বেওয়ারিশ ---- ওয়ারিশের অভাব ---অব্যয়ীভাব সমাস
Ø
গরমিল ---- মিলের অভাব ---অব্যয়ীভাব সমাস প্রতিক্ষণ
---- ক্ষণ ক্ষণ ---অব্যয়ীভাব সমাস
Ø
বেওয়ারিশ ---- ওয়ারিশের অভাব ---অব্যয়ীভাব সমাস
Ø
গরমিল ---- মিলের অভাব ---অব্যয়ীভাব সমাস প্রতিক্ষণ
---- ক্ষণ ক্ষণ ---অব্যয়ীভাব সমাস
Ø
বেওয়ারিশ ---- ওয়ারিশের অভাব ---অব্যয়ীভাব সমাস
Ø
গরমিল ---- মিলের অভাব ---অব্যয়ীভাব সমাস।
ডাউনলোড করতে এখানে কিক্ল করুন
Download From Google Drive
Download From Yadex
Download
👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে "send as message"এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।
https://www.facebook.com/CVResumespecialist/ কারো প্রয়োজন হলে জানাবেন আমরা কম খরচে সর্বোচ্ছ সমৃদ্ধ সিভি রিজুমি লিথে দিই সাথে ক্যারিয়ার ডেবলপমেন্ট এর প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকি।
ReplyDelete