Friday, July 3, 2020

এ. পি. জে আবুল কালামের বিখ্যাত ১০ টি উক্তি। A. P. J Abdul Kalam

এ. পি. জে আবুল কালামের বিখ্যাত ১০ টি উক্তি।
A. P. J Abdul Kalam

এ. পি. জে আবুল কালামের সংক্ষিপ্ত পরিচয় :
১৯৩১ সালের ১৫ ই অক্টোবর ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমে জন্ম গ্রহণ করেন এ. পি. জে আবুল কালাম।
এ. পি. জে আবুল কালামের পুরো নাম আবুল পাকির জয়নুল আবেদিন আবুল কালাম। এ. পি. জে আবুল কালাম কর্মজীবনে একজন বিজ্ঞানী হলেও পরে ভারতের রাষ্ট্রপতি হোন। তিনি ২০০২ - ২০০৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন।
এ. পি. জে আবুল কালামের জীবনাবসান ঘটে ২০১৫ সালের ২৭ শে জুলাই।

১। আমি আবিষ্কার করলাম সবচেয়ে দ্রুতগতিতে বেশি বিক্রি হয়ে যায় সিগারেট ও বিড়ি। অবাক হয়ে ভাবতাম, গরিব মানুষেরা তাদের কঠোর পরিশ্রমে উপার্জিত অর্থ এভাবে ধোঁয়া গিলে উড়িয়ে দেয় কেন!
এ. পি. জে আবুল কালাম।

২। জটিল কাজেই বেশি আনন্দ পাওয়া যায়। তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ জটিল হওয়া উচিত।
এ. পি. জে আবুল কালাম।

৩। ছাত্র জীবনে বিমানের পাইলট হতে চেয়েছিলাম। কিন্তু সেই স্বপ্ন পূরণে ব্যর্থ হয়ে, হয়ে গেলাম রকেট বিজ্ঞানী।
এ. পি. জে আবুল কালাম।

৪। তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও, তাহলে আগে সূর্যের মতো জ্বলো।
 এ. পি. জে আবুল কালাম।

৫। সফলতার গল্প পড়ো না কারন তা থেকে তুমি শুধু বার্তা পাবে। ব্যর্থতার গল্প পড় তাহলে সফল হওয়ার কিছু ধারণা পাবে।
এ. পি. জে আবুল কালাম।

৬। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না কিন্তু তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে এবং তোমার অভ্যাসই নিশ্চিত ভাবে তোমার ভবিষ্যৎ পরিবর্তন করবে।
 এ. পি. জে আবুল কালাম।

৭। জীবনে সমস্যার প্রয়োজন আছে। সমস্যা আছে জন্যেই সফলতার এত স্বাদ।
 এ. পি. জে আবুল কালাম।

৮। জীবন হলো এক জটিল খেলা। ব্যাক্তিত্ব অর্জনের মধ্য দিয়ে তুমি তাকে জয় করতে পার।
 এ. পি. জে আবুল কালাম।

৯। জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসের সব থেকে শেষ বেঞ্চ থেকে পাওয়া যেতে পারে।
 এ. পি. জে আবুল কালাম।

১০। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না।

 এ. পি. জে আবুল কালাম।

শেয়ার করুন

Author:

Hi, I'm Mohon. Here, you will find the latest PDF Notes, Books and Other Educatonal Materials. You Can Download All of these Free of Cost. Thank's For being with me. Stay Tuned...

0 coment rios: