পরমাণুর গঠন সম্পর্কিত গুরুত্বপূ কিছু প্রশ্ন ও উত্তর সাধারণ
জ্ঞান
পিডিএফ ডাউনলোড
প্রশ্ন: মৌলিক পদার্থের
ধর্ম কিসের ওপর নির্ভর করে?
উত্তর: পরমাণুর ইলেকট্রন
বিন্যাসের ওপর নির্ভর করে।
প্রশ্ন: একাটি পরমাণুর
দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকে?
উত্তর: ৮টি।
প্রশ্ন: ক্যালসিয়াম সালফেটের
একটি অণুতে কয়টি পরমাণু আছে?
উত্তর: ৬টি।
প্রশ্ন: কার্বনের আইসোটোপ
কয়টি?
উত্তর: ৩টি।
প্রশ্ন: কার্বনের পারমাণবিক
সংখ্যা কত?
উত্তর: ৬।
প্রশ্ন: অক্সিজেনের পারমাণবিক
সংখ্যা কত?
উত্তর: ৮টি।
প্রশ্ন: কার মতবাদে পরমাণু
অবিভাজ্য?
উত্তর: ডেমোক্রিটাস এর
মতাবাদে পরমাণু অবিভাজ্য।
প্রশ্ন: সিলিকনের পারমাণবিক
সংখ্যা কত?
উত্তর: ১৪।
প্রশ্ন: ট্রিটিয়াম কোন
মৌলের আইসোটোপ?
উত্তর: হাইড্রোজেন।
প্রশ্ন: একটি মৌলের ইলেকট্রন
বিন্যাস ২, ৮, ৫ হলে মৌলটি কি?
উত্তর: ফসফরাস।
প্রশ্ন: সোডিয়াম পরমাণুর
সর্বশেষ শক্তিস্তরে কয়টি ইলেকট্রন থাকে?
উত্তর: ১।
প্রশ্ন: কার্বনের দ্বিতীয়
আইসোটোপের ভরসংখ্যা কত?
উত্তর: ১৩।
প্রশ্ন: অক্সিজেন মৌলটিতে
ইলেকট্রন সংখ্যা কত?
উত্তর: ৮।
প্রশ্ন: অক্সিজেন পরমাণুতে
কয়টি প্রোটন থাকে?
উত্তর: ৮টি।
প্রশ্ন: (CH3COO)2
Ca যৌগটিতে পরমাণুর সংখ্যা কত?
উত্তর: ১৫।
প্রশ্ন: ২, ৮, ২ ইলেকট্রন
বিন্যাসটি কোন মৌলের?
উত্তর: Mg.
প্রশ্ন: সালফারের ইলেকট্রন
সংখ্যা কত?
উত্তর: ১৬।
প্রশ্ন: কোন মৌলের একাধিক
যোজনী আছে?
উত্তর: লেড।
প্রশ্ন: নিয়নের পারমাণকি
সংখ্যা কত?
উত্তর: ১০।
প্রশ্ন: কার্বনের পারমাণবিক
সংখ্যা কত?
উত্তর: ৬।
প্রশ্ন: ফসফরাসের সর্বশেষ
শক্তিস্তরে কয়টি ইলেকট্রন থাকে?
উত্তর: ৫।
প্রশ্ন: অ্যালুমিনিয়ামের
যোজনী কত?
উত্তর: ৩।
প্রশ্ন: ম্যাগনেসিয়াম
মৌলটিতে ইলেকট্রন সংখ্যা কত?
উত্তর: ১২।
প্রশ্ন: ট্রিটিয়াম আইসোটোপে
নিউট্রন সংখ্যা কত?
উত্তর: ২।
প্রশ্ন: অ্যালুমিনিয়ামের
পারমাণবিক সংখ্যা কতটি?
উত্তর: ১৩।
প্রশ্ন: কোনো মৌলের চতুর্থ
শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে?
উত্তর: ৩২টি।
প্রশ্ন: অক্সিজেনের সর্ববহিঃস্থ
কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে?
উত্তর: ৬টি।
প্রশ্ন: ফসফেটের যোজনী
কত?
উত্তর: ৩।
প্রশ্ন: অ্যালুমিনিয়াম
এর সর্বশেষ শক্তিস্তরে কতটি ইলেকট্রন থাকে?
উত্তর: ৩টি।
প্রশ্ন: নাইট্রোজেনের
পারমাণবিক সংখ্যা কত?
উত্তর: ৭।
প্রশ্ন: ২, ৮, ৭ এটি
কোন মৌলের ইলেকট্রন বিন্যাস?
উত্তর: ক্লোরিন।
প্রশ্ন: মৌলিক পদার্থের
সংখ্যা কতটি/কয়টি?
উত্তর: ১১৮টি।
প্রশ্ন: একটি পরমাণুর
তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে?
উত্তর: ১৮টি।
প্রশ্ন: ডাল্টনের পরমাণুবাদ
প্রকাশিত হয় কত সালে?
উত্তর: ১৮০৩ সালে।
প্রশ্ন: সোডিয়াম পরমাণুর
প্রথম কক্ষপথে কতটি ইলেকট্রন থাকে?
উত্তর: ২টি।
প্রশ্ন: নাইট্রোজেনের
ইলেকট্রন বিন্যাস লেখ?
উত্তর: ২, ৫।
প্রশ্ন: পরমাণুর দ্বিতীয়
কক্ষপথে কতটি ইলেকট্রন থাকে?
উত্তর: ৮টি।
প্রশ্ন: ক্লোরিনের যোজনী
কত?
উত্তর: ১।
প্রশ্ন: লিথিয়াম পরমাণুর
ইলেকট্রন বিন্যাস লেখ?
উত্তর: ২, ১।
প্রশ্ন: হাইড্রোজেনের
কয়টি আইসোটোপ আছে?
উত্তর: ৩টি।
প্রশ্ন: সোডিয়ামের একটি
পরমাণুতে কয়টি প্রোটন থাকে?
উত্তর: ১১।
প্রশ্ন: একের অধিক পরমাণু
যুক্ত হয়ে কি গঠন করে?
উত্তর: অণু।
প্রশ্ন: কত সালে নিউট্রন
আবিষ্কার হয়েছিল?
উত্তর: ১৯৩২ সালে।
প্রশ্ন: নাইট্রাইট যৌগমূলকের
যোজনী কত?
উত্তর: ১।
প্রশ্ন: নিয়নের তৃতীয়
কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত?
উত্তর: ০।
প্রশ্ন: ডিউটেরিয়ামের
ভরসংখ্যা কত?
উত্তর: ২।
প্রশ্ন: নিয়ন পরমাণুর
ইলেকট্রন বিন্যাস লেখ?
উত্তর: ২, ৮।
প্রশ্ন: কার্বনের আইসোটোপ
কয়টি?
উত্তর: ৩টি।
প্রশ্ন: কোন মৌলের নিউক্লিয়াসে
নিউট্রন নাই?
উত্তর: হাইড্রোজেন।
প্রশ্ন: ক্যালসিয়ামের
পারমাণবিক সংখ্যা কত?
উত্তর: ২০।
প্রশ্ন: গ্রিক শব্দ অ্যাটোমোস
অর্থ কি?
উত্তর: অবিভাজ্য।
প্রশ্ন: পরমাণুর ধনাত্মক
কণিকার নাম কি?
উত্তর: প্রোটন।
প্রশ্ন: অক্সিজেন পরমাণুর
শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে?
উত্তর: ৬টি।
প্রশ্ন: ফ্লোরিন পরমাণুর
ইলেকট্রন বিন্যাস কোনটি?
উত্তর: ২, ৭।
প্রশ্ন: প্রতিটি পরমাণু
কোন অবস্থায় থাকতে চায়?
উত্তর: নিষ্ক্রিয়।
প্রশ্ন: ক্লোরিন পরমাণু
ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয়?
উত্তর: অ্যানায়ন।
প্রশ্ন: নিয়নের নিউক্লিয়াসে
কয়টি প্রোটন থাকে?
উত্তরঃ ১০টি।
প্রশ্ন: ক্যালসিয়াম এর
ইলেকট্রন বিন্যাস লেখ?
উত্তর: ২, ৮, ৮, ২।
প্রশ্ন: মৌলিক পদার্থের
ধর্ম কিসের ওপর নির্ভর করে?
উত্তর: ইলেকট্রন বিন্যাস।
প্রশ্ন: ক্লোরিনের একটি
পরমাণুতে কতটি প্রোটন থাকে?
উত্তর: ১৭টি।
প্রশ্ন: হাইড্রোজেনের
পারমাণবিক সংখ্যা কত?
উত্তর: ১।
প্রশ্ন: ফসফরাসের ইলেকট্রন
বিন্যাস লেখ?
উত্তর: ২, ৮, ৫।
প্রশ্ন: ডিউটেরিয়াম ও
ট্রিটিয়াম কার আইসোটোপ?
উত্তর: হাইড্রোজেন।
প্রশ্ন: আর্গনের ইলেকট্রন
বিন্যাস লেখ?
উত্তর: ২, ৮, ৮।
প্রশ্ন: ভরসংখ্যাকে কোন
প্রতীকে প্রকাশ করা হয়?
উত্তর: A.
প্রশ্ন: পারমাণবিক সংখ্যাকে
কোন প্রতীকে প্রকাশ করা হয়?
উত্তর: Z.
প্রশ্ন: ক্যালসিয়াম ফসফেটের
পরমাণু কতটি?
উত্তর: ১৩টি।
প্রশ্ন: কে সর্বপ্রথম
পরমাণু নামকরণ করেন?
উত্তর: ডেমোক্রিটাস।
প্রশ্ন: কোন বিজ্ঞানী
সর্বপ্রথম মৌলের পারমাণবিক ভরের ধারণা দেন?
উত্তর: ডাল্টন।
প্রশ্ন: সিলিকনের পারমানবিক
সংখ্যা কত?
উত্তর: ১৪।
0 coment rios: