বিসিএস ও ব্যাংক প্রস্তুতি বাংলা প্রশ্ন ও উত্তর
পিডিএফ ডাউনলোড
১। ছন্দের যাদুকর বলা
হয় কাকে? ---- সত্যেন্দ্রনাথ দত্ত
২। প্রতিদান কবিতাটির
রচিয়তা কে? ---- জসীমউদ্দীন
৩। পুকুরে মাছ আছে। কোন
কারকে কোন বিভক্তি? ---- অধিকরণে ৭মী
৪। বাংলা ভাষায় প্রথম
উপন্যাস কোনটি? ---- আলালের ঘরের দুলাল
৫। সূর্য দীঘল বাড়ি-
উপন্যাসের লেখক কে? ---- আবু ইসহাক
৬। কোনটি মনসা মঙ্গলের
চরিত্র? ---- লক্ষিন্দর
৭। বাক্যের অপরিহার্য
পদ কোনটি? --- ক্রিয়াপদ
৮| অলিন্দ শব্দের অর্থ
কি? ---- বারান্দা
৯। সে স্কুলে গিয়েছে।-বাক্যটি --- - পুরাঘটিত বর্তমান
১০। চাঁদ কোন শ্রেণির
শব্দ? ---- - তদ্ভব।
১১। অনুতাপ কোন সমাস? - অব্যয়ীভাব সমাস
১২। ওরা কদম আলী- নাটকটির
রচিয়তা কে? - মামুনুর রশীদ
১৩। কত বঙ্গাব্দে 'শ্রীকৃষ্ণকীর্তন'
কাব্য আবিষ্কৃত হয়? -১৩১৬ বঙ্গাব্দে।
১৪। চণ্ডীমঙ্গল কাব্য
কে রচনা করেন? - মুকুন্দরাম
১৫। যুগ সন্ধিক্ষণের
কবি? - ঈশ্বরচন্দ্র গুপ্ত
১৬। বসন্তে ফুল ফুটে।
বাক্যে বসন্ত কোন কারক? - অধিকরণ কারক
১৭। কোনটি ইংরেজি উপসর্গ?
--- ফুল
১৮। গায়ে হলুদ কোন সমাসের
উদাহরণ? ---- তৎপুরুষ
১৯। কাজটা ভালাে দেখায়
না- এ বাক্যের 'দেখায়' ক্রিয়াটি কোন ধাতুর উদাহরণ? - কর্মবাচ্যের ধাতু
২০। বাক্যে ব্যহহৃত শব্দকে
বলা হয় --- পদ
২১। লেবেদেফ নাটকটির
রচিয়তা কে? --- মামুনুর রশীদ
২২। যে যে পদে সমাস হয়
তাদের প্রত্যেককে কি বলে? --- সমস্যমান পদ
২৩। অবাক্ষ জলে নেমে
স্নান। এর এক কথায় কি হবে? --- অবগাহন
২৪। আষাঢ়ে বৃষ্টি নামে-
এখানে "আষাঢ়ে" শব্দটি কোন। কারকে কোন বিভক্তি? - অধিকরনে ৭মী
২৫। হারামণি কোন সমাস?
- কর্মধারয় সমাস
২৬। পুস্তকের শ্রেণীবদ্ধ
সংগ্রহকে কি বলে? - লাইব্রেরি
২৭। আহসান হাবীবের প্রথম
কাব্যগ্রন্থ কোনটি? - রাত্রিশেষ
২৮। মনােরঞ্জিকা পত্রিকার
সম্পাদক কে? - কৃষ্ণচন্দ্র মজুমদার
২৯। একই সঙ্গে উচ্চারিত
দুটি মিলিত স্বরধ্বনিকে কি বলে? - যৌগিক স্বর
৩০। শরৎচন্দ্রের শ্রেষ্ঠ
রচনা কোনটি? -শ্রীকান্ত
৩১। আনারস কোন শব্দ?
- পর্তুগীজ
৩২। ফোর্ট উইলিয়াম কলেজের
বাংলা বিভাগের প্রথম প্রধান কে ছিলেন?-উইলিয়াম কেরি
৩৩। রায় গুণাকর কার
উপাধি? - ভারতচন্দ্র
৩৪। বাংলা ব্যঞ্জনবর্ণে
মাত্রাহীন বর্ণ কয়টি? - ৬টি।
৩৫। বিচরণ শব্দে বি উপসর্গটি
কি অর্থে ব্যবহৃত হয়েছে? - গতি
৩৬। গীতিকাকে ইংরেজিতে
কি বলা হয়? - ব্যালাড
৩৭। বিদ্যাপতি কোন ভাষার
কবি? - ব্রজবুলি
৩৮। একা এবং কয়েকজন
কর লেখা? - সুনীল গঙ্গোপাধ্যায়।
৩৯। বাংলা সাহিত্যে আধুনিকতার
উদ্যোক্তা কে? - মাইকেল মধুসূদন দত্ত
৪০। বাংলা সাহিত্যে প্রথম
মহাকাব্য কোনটি? - মেঘনাদবধ কাব্য।
৪১। স্বাধীনতা হীনতায়
কে বাঁচিতে চায়? - রঙ্গলাল বন্দোপাধ্যায়
৪২। মৃন্ময়ী চরিত্রটি
কোন ছোটগল্পের? - সমাপ্তি
৪৩। শান্তিপুরের কবি
বলা হয় কাকে? - মোজাম্মেল হক
৪৪। রবীন্দ্রনাথের প্রথম
কাব্য 'বনফুল' প্রকাশিত হয় কোন পত্রিকায়? - জ্ঞানাঙ্কুর
৪৫। ভারতী পত্রিকার সম্পাদকের
নাম কি? - দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
৪৬। 'চাষাভুষার কাব্য'
কার সাহিত্যকর্ম? - নির্মলেন্দু গুণ
৪৭। বাংলা ভাষার প্রথম
মুসলিম কবির নাম কি? -শাহ মুহম্মদ সগীর
৪৮। বাংলা ভাষায় যতি
চিহ্ন প্রচলন করেন কে? -ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৪৯। 'কেউ কিছু বলতে পারেনা'
নাটকটি অনুবাদ করেছেন কে? - মুনীর চৌধুরী।
৫০। কোন আমলে বাংলা গজল
ও সুফী সাহিত্যের সৃষ্টি। হয়? --- হোসেন শাহী
৫১। সর্বহারা কাব্যটি
কত সালে প্রকাশিত হয়?----১৯২৬
৫২। 'নতুন চাঁদ' কাব্যটির
রচিয়তা কে? ---- কাজী নজরুল ইসলাম
৫৩। জাল উপন্যাসটি কত
সালে প্রকাশিত হয়? ----১৯৮৮
৫৪। 'রাণী খালের সাঁকো'
কাব্যগ্রন্থের রচিতয়তা কে? ---- আহসান হাবীব
৫৫। বাংলা সাহিত্যে সব্যসাচী
লেখক হিসেবে খ্যাত কে? ----- সৈয়দ শামসুল হক ৫৬। বাংলা উপন্যাসের স্থপতি কে? ----
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
৫৭। 'কাশ বনের কন্যা'
কোন জাতীয় রচনা? ---- উপন্যাস
৫৮। কবর নাটকের উপজীব্য
বিষয় কি? ---- ভাষা আন্দোলন
৫৯। জহির রায়হান কত
সালে জন্মগ্রহণ করেন? ---- ১৯৩৫ সালের ১৯ আগস্ট
৬০। 'খােয়াবনামা' উপন্যাসের
রচিয়তা কে? ----- আখতারুজ্জামান ইলিয়াস
৬১। 'ঠিকানা' কবিতার
রচিয়তা কে? ----- আতোয়ার রহমান
৬২। 'লাইলী মজনু' কাব্যের
মূল উৎস কি? ----- আরবীয় লোকগাঁথা
৬৩। পুঁথি সাহিত্য বলতে
বুঝায় ----- ইসলামী চেতনা সম্পর্কিত সাহিত্য
৬৪। 'মেঘদূত' কাব্য কার
রচনা? ---- মহাকবি কালিদাস
৬৫। 'সিন্ধু-হিন্দোল'
হল -- - প্রেমের কবিতা
৬৬। 'পদ্মাবতী' পুঁথি
প্রথম সম্পাদনা করেন কে? ---- ড. মুহম্মদ এনামুল হক
৬৭। ফোর্ট উইলিয়াম কলেজ
থেকে প্রকাশিত বাংলা বাংলা গ্রন্থের সংখ্যা কত? -----১৩টি
৬৮। 'বনফুল' কাব্যটি
প্রকাশিত হবার সময় রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স ছিলো ----১৫ বছর
৬৯। শিশু পত্রিকা 'আঙ্গুর'
সম্পাদনা করেন কে? ---- ড. মুহম্মদ শহীদুল্লাহ
৭০। ঠাকুর মার ঝুলির
রচিয়তা কে? ----- শ্রী দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
৭১। আল মাহমুদ রচিত বিখ্যাত
কথা সাহিত্য কোনটি? ---- পানকৌড়ির রক্ত
৭২। বাংলা কবিতায় আধুনিক
কবিতার প্রবর্তক কে? ----- মাইকেল মধুসূদন দত্ত
৭৩। দীনবন্ধু মিত্রের
প্রহসন কোনটি? -----বিয়ে পাগলা বুড়ো
৭৪। মধুসূদন দত্তের মেঘনাদবধ
কাব্যের উৎস কি? ---- রামায়ণ
৭৫। 'আবোল তাবোল' কে
রচনা করেন? - সুকুমার রায়
৭৬। বাংলা মৌলিক নাটকের
সূত্রপাত হয় কখন?-- -১৮৫২ সালে
৭৭। সংশপ্তক কার রচনা?
---- শহীদুল্লা কায়সার
৭৮। বাঙ্গালির ইতিহাস
বইটির লেখক কে? --- নীহাররঞ্জন রায়
৭৯। বাংলা সাহিত্যে প্রথম
মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি? ----- বসন্ত কুমারী
৮০। 'হুতোম প্যাঁচার
নকশা'র রচিয়তা কে? ---- কালীপ্রসন্ন সিংহ
৮১। রবীন্দ্রনাথ নোবেল
পুরুষ্কার পান কোন গ্রন্থের জন্য? ---- song
offerings
৮২। চোখের বালি কোন ধরনের
উপন্যাস? ----- - দ্বন্দ্বমূলক উপন্যাস
৮৩। ব্যথার দান হল
---- গদ্যকাব্য
৮৪। রাজলক্ষী চরিত্রটি
কোন উপন্যাসের? --- শ্রীকান্ত
৮৫। জয়যাত্রা কবিতাটির
রচিয়তা কে? ---- আব্দুল কাদির
৮৬। পূর্বাশার আলো কথাটির
অর্থ কি? -নতুন স্বপ্ন ও সম্ভাবনা
৮৭। কলকূট কোন লেখকের
ছদ্মনাম? - সমরেশ বসু
৮৮। বাংলা সাহিত্যে প্রাচীন
যুগ শুরু হয় কোন রাজত্বকাল থেকে? ---- পাল
রাজত্বকাল
৮৯। রবীন্দ্রনাথ ঠাকুর
কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন? - বসন্ত
৯০। হে দারিদ্র তুমি
মােরে করেছ মহান। তুমি মােরে দানিয়াছ খ্রীস্টের সমান কণ্টক মুকুট শােভা। -- কোন কবির
রচিয়তা? ----- কাজী নজরুল ইসলাম।
৯১। কপোতাক্ষ নদ কবিতায়
যে সম্বোধনসূচক শব্দ ব্যবহার করা হয়েছে?--- - হে নদ
৯২। সুন্দর ব্যবহার একটি--
--- প্রবন্ধ
৯৩। এটিকেট কথার অর্থ ---- মার্জিত আচরণ
৯৪। দুরন্ত পথিক কাজী
নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে নেওয়া?--- - রিক্তের বেদন।
৯৫। নোলক কবিতাটি রচনা
করেছেন? ---- আল মাহমুদ
৯৬। চাঁদের অমাবস্যা
কার রচনা? ---- সৈয়দ ওয়ালিউল্লাহ
৯৭। শেষ বিকেলের মেয়ে
উপন্যাসের লেখক কে? ---- জহির রায়হান
৯৮। সেলিনা হোসেনের উপন্যাস
---- পােকামাকড়ের ঘর বসতি
৯৯। খেলারাম খেলে যা’
উপন্যাসের রচয়িতা কে? ---- সৈয়দ শামসুল হক
১০০। সোনালি কাবিন রচনা
করেন --- আল মাহমুদ
১০১। আলাউদ্দীন আল আজাদের
উপন্যাস -- - তেইশ নম্বর তৈল চিত্র (১৯৬০)
১০২. রাইফেল রােটি আওরাত” কার লেখা? ---- আনোয়ার
পাশা
১০৩.. “রেখা চিত্র” আবুল
ফজলের কোন ধরনের রচনা? --- আত্মজীবনীমূলক
১০৪। 'দত্তা’ কার লেখা?
---- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১০৫। শ্রীকান্ত কার লেখা
এবং কয়টি খণ্ড? ---- শরৎচন্দ্রচট্টোপাধ্যায়,এবং ৪টি খণ্ড ১০৬। শামসুর রাহমানের বিখ্যাত
কাব্য। ---- দ্বিতীয় মৃত্যুর আগে
১০৭। শেষের কবিতা কি?
---- উপন্যাস।
১০৮। রমনা পার্কে’ কার
লেখা? ---- নীলিমা ইব্রাহিম
১০৯। উত্তম পুরুষ’কার
রচনা? ---- রশীদ করিম
১১০। প্রেমের সমাধী’কে
লিখেছেন? ---- মজিবর রহমান।
১১১। কাঁটাতারে প্রজাপতী’কার
রচনা? ---- সেলিনা হােসেন
১১২। পথের দাবী’কে লিখেছেন
? ----শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১১৩। অভয়া’কোন উপন্যাসের
চরিত্র? ----- শ্রীকান্ত
১১৪। রবীন্দ্রনাথের প্রথম
উপন্যাস? ---- বউ ঠাকুরাণীর হাট
১১৫। মৃত্যু ক্ষুধা কার
লেখা? ---- কাজী নজরুল ইসলাম
১১৬। পুতুল নাচের ইতিকথা,পদ্মানদীর
মাঝি, জননী, কার লেখা? - --- মানিক বন্দ্যোপাধ্যায়
১১৭। অমিত,লাবন্য,ও কেটি
কোন উপন্যাসের চরিত্র? - --- শেষের কবিতা।
১১৮। প্রথম সার্থক উপন্যাস
কোনটি? ---- দুর্গেশনন্দিনী’বঙ্কিমচন্দ্রচটোপাধ্যায়
১১৯। বাংলা ভাষার উৎপত্তি
কোন শতাব্দীতে? ---- সপ্তম শতাব্দী।।
১২০। পানিনি রচিত গ্রন্থের
নাম কি? ---- ব্যাকরণ অষ্টাধয়ী।
১২১। পানিণি কোন ভাষার
ব্যাকরণকে শৃঙ্খলাবদ্ধ করেন? ---- সংস্কৃত ভাষা।
১২২। বাংলা ভাষার মূল
উৎস কোনটি? ---- বৈদিক।
১২৩। বাংলা ভাষার আদি
সাহিত্যিক নিদর্শন কি? ----শ্রীকৃষ্ণকীর্তন কাব্য।
১২৪। বাংলা ভাষা কোন
আদি বা মূল ভাষা গোষ্ঠীর অন্তগত? ----ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠী।
১২৫। বাংলা ভাষার উদ্ভব
ঘটে কোন দশকে? ----- খ্রিষ্টিয় দশম শতকের কাছাকাছি সময়ে।
১২৬। ভারতীয় আর্য ভাষার
প্রাচীন রূপ কোথায় পাওয়া যায়? --- - প্রাচীন
গ্রন্থ ঋগেদের মন্ত্রগুলোতে।
১২৭। বাংলা গদ্যের ব্যাপক
ব্যবহার শুরু হয় কখন। থেকে? --- আধুনিক যুগে। ১২৮। ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে খ্রীষ্টপূর্ব
কত পর্যন্ত। বাংলা ভাষার অস্তিত্ব ছিল? ---- পাঁচ হাজার বছর।
১২৯। আর্য ভারতীয় গোষ্ঠীর
প্রাচীনতম সাহিত্যের ভাষার নাম কি? ---- বৈদিক ও সংস্কৃত ভাষা।
১৩০। প্রত্যক্ষ কোন বস্তুর
সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় ? ---- উপমেয়।
১৩১। বৈদিক ভাষা থেকে
বাংলা ভাষা পর্যন্ত বিবর্তনের প্রধান তিনটি ধারা কি কি? - ---- প্রচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য ও নব্য
ভারতীয় আর্য।
১৩২। কোন ভাষা বৈদিক
ভাষা নামে স্বীকৃত? ---- আর্যগণ যে ভাষায় বেদ-সংহিতা রচনা করেছেন।
১৩৩। কোন ব্যাকরণবিদের
কাছে সংস্কৃত ভাষা চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়? - ----ব্যাকরণবিদ পানিনির হাতে।
১৩৪। সংস্কৃত ভাষা কত
অব্দে চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়? --- খ্রিষ্টপূর্ব ৪০০ দিকে। ১৩৫। কোন ভাষাকে প্রাকৃত
ভাষা বলে? --- খ্রিষ্টপূর্ব ৮০০ খ্রীঃ দিকে বৈদিক ভাষা বির্বতনকালীণ সময়ে জনসাধারন
যে ভাষায় নিত্য নতুন কথা বলত।
১৩৬। প্রাকৃত ভাষা বিবর্তিত
হয়ে শেষ যে স্তরে উপনীত হয় তার নাম কি?----- - অপভ্রংশ।
১৩৭। সুনীত কুমার চট্টোপাধ্যায়ের
মতে বাংলা ভাষার উদ্ভর কোন অপভ্রংশ থেকে কোন সময় কালে? ---পূর্ব ভারতে প্রচলিত মাগবী
অপভ্রংশ এবং খ্রিষ্টিয় দশম শতকের কাছাকাছি সময়ে বাংলা ভাষার উদ্ভব হয়।।
১৩৮। ড. মুহাম্মদ শহীদুল্লাহর
মতে বাংলা ভাষার উৎস কোন অপভ্রংশ থেকে? - --- গৌড় অপভ্রংশ থেকে।
১৩৯। কোন ভাষা থেকে বাংলা
ভাষার উৎপত্তি? - মাগধী প্রাকৃত।
১৪০। প্রাচীন ভারতীয়
আর্য ভাষার স্তর কয়টি? - --তিনটি।
১৪১। বৈদিক ভাষা হতে
বাংলা ভাষায় বিবর্তনের প্রধান ধারা কয়টি? --- তিনটি।
১৪২। বাংলা ভাষা কোন
গোষ্ঠীর বংশধর? --- হিন্দু-ইউরোপী গোষ্ঠীর।
১৪৩। কোন যুগে বাংলা
লিপির গঠনকার্য স্থায়ীরূপ লাভ করে? ---- প্রাচীন যুগে।। ১৪৪। বাংলার প্রথম মুদ্রন
প্রতিষ্ঠানের নাম কি ? ---শ্রীরামপুর মিশন।
১৪৫। কত সালে শ্রীরামপুর
মিশন প্রতিষ্ঠিত হয়? --- ১৮০০ খ্রিষ্টাব্দে।
১৪৬। বাংলা ছাড়া ব্রাহ্মী
লিপি থেকে আর কোন লিপির। উদ্ভদ ঘটেছে ? ---- সিংহলী, শ্যামী, নবদ্বীপি, তিব্বতী ইত্যাদি।
১৪৭। বাংলা অক্ষর বা
বর্ণমালা কোন সময়ে একচ্ছত্র প্রভাব বিস্তার লাভ করে ? - খ্রিঃ দশম ও একাদশ শতাব্দীর
মধ্যে।
১৪৮| ব্রাহ্মী লিপির
বিবর্তনের ধারায় কোন বর্নমালা থেকে বাংলা বর্নমালার উৎপত্তি ? - পূর্ব ভারতীয় বর্ণমালা
কুটিল থেকে।
১৪৯। ব্রাহ্মী লিপির
পূর্ববর্তী লিপি কোনটি? - খরোষ্ঠী লিপি।।
১৫০। ভারতীয় লিপিশালার
প্রাচীনতম রূপ কয়টি? - দুইটি।
১৫১ খ্রিষ্টপূর্ব ৩য়
শতকে কোন শাসকের শাসনমালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ন পাওয়া যায়? - সম্রাট অশােক।
১৫২। বাংলা লিপি ও বর্ণমালার
উদ্ভব হয়েছে কোন লিপি থেকে? - কুটিল লিপি।
১৫৩। ব্রাহ্মী লিপির
পূর্ববর্তী লিপি কোনটি ? - খরোষ্ঠী লিপি।
১৫৪। কোন যুগে বাংলা
লিপি ও অক্ষরের গঠনকার্য। শুরু হয় ? - সেন যুগে।
১৫৫। কোন কোন লিপির উপর
বাংলা লিপির প্রভাব বিদ্যমান ? - উড়িষ্যা মৈথিলি ও আসামী লিপির উপর।
১৫৬ বাংলা গদ্যের বিকাশে
বলিষ্ঠ ভূমিকা পালন করে --- - সাময়ীক পত্র।
১৫৭। বাংলা সাহিত্যের
প্রথম নিদর্শন কি? - চর্যাপদ।
১৫৮। চর্যাপদ রচনা করেন
কারা ? - বৌদ্ধ সিদ্ধাচার্যগণ।
১৫৯। চর্যাপদ কোন যুগের
নিদর্শন? - আদি প্রাচীন যুগ।
১৬০] চর্যাপদের পুঁথিকে
কোথা কে এবং কখন। আবিস্কার করেন? - মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭।
১৬১। চর্যাপদের রচনা
কাল কত? - সপ্তম -দ্বাদশ শতাব্দী।
১৬২। চর্যাপদ কোন ভাষায়
রচিত হয়? - বঙ্গকামরুপী ভাষায়।
১৬৩। চর্যাপদ কোথায়
পাওয়া যায়? - নেপালের রাজ দরবারের গ্রন্থাগারে।
১৬৪। টীকাকার মুনিদত্তের
মতানুসারে চর্যাপদের নাম কি? - আশ্চর্য চর্যাচয়।
১৬৫। নেপালে প্রাপ্ত
পুঁথিতে পদগুলির কি নাম দেয়া হয়েছে ? - চর্যাচর্যবিনিশ্চয়।
১৬৬। বাংলা ভাষার সঙ্গে
মিল খুঁজে পাওয়া যায় কোন ভাষার? -- - মুন্ডা ভাষার।
১৬৭। কোন লিপি থেকে বাংলা
লিপির উদ্ভব ঘটেছে? - ব্রহ্মী লিপি।
১৬৮। ভারতীয় লিপিমালার
প্রাচীনতম রূপ কয়টি ও কি কি? - দুইটি ক. খরোষ্ঠী, খ. বাহ্মী।।
১৬৯। ভারতের মৌলিক লিপি
কোন লিপিকে বলা বলে? - ব্রাহ্মী লিপি।
১৭০| চর্যাপদের ভাষাকে
কে বাংলা ভাষা দাবি করেছেন? - অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যয়।
১৭১। আধুনিকের পন্ডিতগণের
মতে, নেপালে প্রাপ্ত চর্যাপদের পুঁথির নাম কি? --- চর্যাগীতি কোষ।
১৭২। চর্যার প্রাপ্ত
কোন সংখ্যক পদটি টীকাকার কর্তৃক ব্যাখ্যা হয় নি ? -১১ সংখ্যক পদ।
১৭৩ কত বঙ্গাব্দে চর্যাপদ
প্রথম প্রকাশিত হয়? --- ১৩২৩ বঙ্গাব্দে
১৭৪। পুরাণ কোন ভাষায়
রচিত? ---- সংস্কৃত
১৭৫। চণ্ডীমঙ্গলের আদি
কবি কে? ---- মানিক দত্ত
১৭৬। ‘ধ্বনি দিয়ে আট
বাঁধা শব্দই ভাষার ইট ' এই। ইটকে বাংলা ভাষায় বলে ---- বর্ণ।
১৭৭। ষড়ঋতু এর সন্ধি
বিচ্ছেদ - ষট্ + ঋতু।
১৭৮| অপমান শব্দের অপ
উপসর্গটি যে অর্থে ব্যবহৃত হয়— - বিপরীত।
১৭৯। ইচ্ছা শব্দের বিশেষণ
– - ঐচ্ছিক
১৮০। নিশীথ রাতে বাজছে
বাঁশী। নিশীথশব্দটি— - বিশেষণ
১৮১। যা বলা হয়নি --- অনুক্ত
১৮২। গুরু শব্দের স্ত্রী
লিঙ্গ কি? - গুর্বী
১৮৩। বাংলা ভাষায় ধাতুর
গণ কয়টি? 20 টি
১৮৪। গোঁফ খেজুরে বাগধারার
অর্থ - নিতান্ত অলস
১৮৫| রাবনের চিতা অর্থ
হল— - চির অশান্তি
১৮৬। পহেলা বৈশাখ চালু
করেন - সম্রাট আকবর
১৮৭। হনন করার ইচ্ছা
– - জিজ্ঞাসা
১৮৮। কোনগুলো শিশ ধ্বনি? - শ,স,ষ
১৮৯। আভরন শব্দের অর্থ-
অলংকার
১৯০| নন্দিত নরকে যাঁর
উপন্যাস - হুমায়ুন আহমেদ
১৯১। চলিত ভাষার প্রবর্তক
রূপে খ্যাত কে? - প্রমথ চৌধুরী
১৯২। হাসনাহেনা কোন ভাষার
শব্দ? - জাপানি
১৯২| অপলাপ শব্দের অর্থ।
---- অস্বীকার
১৯৩। প্রত্যয়গতভাবে
শুদ্ধ –-- - উৎকর্ষ, উৎকৃষ্ট, উৎকৃষ্টতা,
১৯৪। পুণ্যে মতি হােক।
পুণ্যে শব্দটি কি অর্থে ব্যবহৃত? --- বিশেষ্য রুপে ব্যবহৃত ১৯৫| সমাস ভাষাকে কি করে?
--- সংক্ষেপ করে
১৯৬। তিনি দরিদ্র কিন্তু
খুব উদার – কোন ধরণের বাক্য - যৌগিক বাক্য
১৯৭৷ বচন ব্যাকরণের কোন
অংশের আলোচ্য বিষয়? - রূপতত্ত্ব
১৯৮। যে ব্যক্তির দুহাত
সমান চলে - সব্যসাচী
১৯৯। দুটি পুরুষবাচক
শব্দ রয়েছে কোন শব্দটির? -ননদ
২০০| পদ মূলত কত প্রকার?
-২ প্রকার (সর্বমোট হলো ৫ প্রকার]
২০১। মধুমাখা এর সঠিক
ব্যাসবাক্য কি? - মধু দ্বারা মাখা
২০২। সৌভাগ্যের বিষয়
এর সঠিক বাগধারা – - একাদশে বৃহস্পতি
২০৩। অভিনিবেশ শব্দটির
অর্থ কি? - মনোযোগ
২০৪। রাশি শব্দের দ্বিরুক্তিতে
কোন অর্থ প্রকাশ পায়? - আধিক্য
২০৫। হাতের পাঁচ অর্থ
কি - শেষ সম্বল
২০৬। সুন্দর মাত্রেরই
একটা আকর্ষণ শক্তি আছে। এখানে সুন্দর - বিশেষ্য
২০৭। তুমি না বলেছিলে
আগামীকাল আসবে?? এখানে না। -- -হ্যাঁ বাচক
২০৮৷ যেই তার দর্শন পেলাম,
সেই আমরা প্রস্থান করলাম --- - মিশ্র বাক্য
২০৯। ঢাকের কাঠি বলতে
বুঝায় - মোসাহেব
২১০] শাহনামা রচনা করেন
- ফেরদৌসী
২১১। বাগধারা ভাষা বিশেষের
কি? - ঐতিহ্য।
২১২। ভাষা মানুষের মুখ
থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে – - প্রমথ চৌধুরী
২১৩| আমার সন্তান যেন
থাকে দুধে ভাতে প্রার্থনা টি – -ঈশ্বরী পাটনীর
২১৪| কাশবনের কন্যা একটি
- উপন্যাস
২১৫। যে সমাসের পূর্ব
পদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বােঝায় তাকে বলে - দ্বিগু সমাস
২১৬। প্রথম বাংলা থিসরাস
বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন। - অশােক মুখােপাধ্যায়
২১৭। নিরানব্বইয়ের ধাক্কা
- সঞ্চয়ের প্রবৃত্তি
২১৮]একুশে ফেব্রুয়ারি
প্রথম সংকলনের সম্পাদক -হাসান হাফিজুর রহমান
২১৯। রাঙ্গামাটি কোন
সমাস? - কর্মধারয় সমাস
২২০। কষ্টে অতিক্রম করা
যায় না যা ----- -দুরতিক্রম্য।
২২১। উৎকর্ষতা যে কারনে
অশুদ্ধ - প্রত্যয়জনিত কারনে
২২২। ইয়ার বকশী বাগধারাটির
অর্থ কি? - রঙ্গরস প্রিয় বন্ধু
২২৩| ভাষা প্রকাশ বাঙ্গালা
ব্যাকরণ রচনা করেন - সুনীতিকুমার চট্টোপাধ্যায়
২২৪| ক্রিয়াপদ - সব
সময়ে বাক্যে থাকবে।
২২৫। বঙ্গবন্ধু জেল জীবনের
ওপর রচিত বইয়ের নাম। কী.? - ৩০৫৩ দিন।
২২৬। বিশ্বে বাংলা ভাষার
অবস্থান কততম? - ৬ষ্ঠ। |
২২৭। মুক্তিযুদ্ধ বিষয়ক
উপন্যাস 'দুই সৈনিক' এর রচয়িতা কে? -শওকত ওসমান। ২২৮। 'অগ্নিবীণা' কাব্যের কবিতা সংখ্যা.?
-১২ টি।
২২৯। 'পুরোনো বাংলা গদ্য'
গ্রন্থের লেখক কে? - আনিসুজ্জামান।
২৩০| দেশ বন্ধু’ কার
উপাধি? - চিত্তরঞ্জন দাস।
২৩১। ব্যাকরণ চর্চার
আদিভূমি কোন দেশ? - গ্রিস।
২৩২। বিশ্বের সবচেয়ে
বড় আইনসভা কোন দেশের? --- - ভারত।
২৩৩| ‘সায়াহ্ন’ শব্দের
অর্থ কি? - সন্ধ্যা।
২৩৪। 'হারমণি’ লোকসাহিত্য
সংকলনগ্রন্থের লেখক কে? - মুহম্মদ মনসুর উদ্দীন। ২৩৫| বড়ু চণ্ডীদাসের কাব্যের নাম
কী? -শ্রীকৃষ্ণকীর্তন।
২৩৬। জয়দেবের কাব্যের
নাম কী? – গীত গোবিন্দ।
২৩৭। শিল্প ও সাহিত্যের
কোন শাখায় হুমায়ূন আহমেদ বিখ্যাত ছিলেন? - --উপন্যাসে।
২৩৭। শিল্প ও সাহিত্যের
কোন শাখায় এসএম সুলতান বিখ্যাত ছিলেন? ---- চিত্রকলায়।
২৩৮ ‘অশ্রুমালা’ এর রচয়িতা
কে? - কায়কোবাদ।
২৩৯। শেষের কবিতা’ কোন
শ্রেণির সাহিত্যকর্ম? - কাব্যধর্মী উপন্যাস।
২৪০| কালের কলস’ কোন
শ্রেণির সাহিত্যকর্ম? - কাব্যগ্রন্থ।
২৪১।‘পদ্মাবতী’র রচয়িতা
কে? ----- পদ্মাবতী কাব্যের রচয়িতা আলাওল, পদ্মাবতী নাটকের রচয়িতা মাইকেল মধুসূদন
দত্ত, পদ্মাবতী সমালোচনামূলক গ্রন্থের রচয়িতা সৈয়দ আলী। আহসান।
২৪২। জমিদার দর্পণ’ নাটকের
রচয়িতা কে? - মীর মশাররফ হােসেন।
২৪৩| ধাতু বা শব্দের
শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি? -নতুন শব্দ গঠন।
২৪৪। 'বিষবৃক্ষ' কোন
সমাস ---
কর্মধারয়
২৪৫। 'উন্নত' শব্দের
সন্ধি বিচ্ছেদ কোনটি? -- উৎ+নত
২৪৬। সাদা মেঘে বৃষ্টি
হয় না। এখানে 'মেঘে' কোন কারক? -- - অপাদান
কারক
২৪৭। কলুর বলদ কোন সমাসের
উদাহরণ? --- অলুক তৎপুরুষ সমাস
২৪৮। বহূৎসব শব্দটির
সন্ধি বিচ্ছেদ কি? ---- বহ্নি+উৎসব
২৪৯। 'বুলবুলিতে ধান
খেয়েছে' --- বাক্যের 'বুলবুলিতে' কোন কারকে কোন বিভক্তি? ----- কর্তৃকারকে সপ্তমী
২৫০| কোন সমাসে ব্যাসবাক্য
হয় না? -- অলুক সমাস।
২৫১। আলোয় আধাঁর দূর
হয়। বাক্যটিতে 'আলোয়'। শব্দটি কোন কারকের উদাহরণ? --- অধিকরণ
২৫২। সাহিত্যে একমাত্র
মরণোত্তর নোবেল বিজয়ী কে? --- এরিক কে. কার্লফেল্ট ২৫৩। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি
--– -ইতিহাসবেত্তা
২৫৪। এক থেকে শুরু করে
ক্রমাগত – --- একাদিক্রমে।
২৫৫| যার উপস্থিত বুদ্ধি
আছে — - প্রত্যুৎপন্নমতি
২৫৬। যার বংশ পরিচয়
এবং স্বভাব কেউই জানে না। --- - অজ্ঞাতকুলশীল।
২৫৭| যে ক্রমাগত রোদন
করছে। - - - রোরুদ্যমান
২৫৮। যে বিষয়ে কোনা
বিতর্ক (বা বিসংবাদ) নেই–-- - অবিসংবাদিত।
২৫৯। অন্যের মনারেঞ্জনের
জন্য অসত্য ভাষণ -- - উপচার।
২৬০| কাজে যার অভিজ্ঞতা
আছে। --- করিতকর্মা।
২৬১। কুকুরের ডাক –
- বুক্কন
২৬২। কুমারীর পুত্র
– - কানীনময়
২৬৩। এ এক বিরাট
"সত্য" | - এখানে 'সত্য' কোন পদ। রূপে ব্যবহৃত হয়েছে ? - --- বিশেষ্য
২৬৪। “ অচেনা কোন সমাস? ---- তৎপুরুষ
২৬৫। “গাড়ী ষ্টেশন ছাড়ে"
| এখানে 'ষ্টেশন' কোন কারকে কোন বিভক্তি?
---- অপাদান কারকেশূন্য
২৬৬। লিঙ্গান্তর হয়
না। এমন শব্দ কোনটি ?--- - কবিরাজ
২৬৭। মন্ত্রের সাধন কিংবা
শরীর পাতন এখানে 'কিংবা' কি অর্থে বসেছে? ------বিয়ােজক অব্যয়
২৬৮| ভাষায় সর্বনাম
ব্যবহারের উদ্দেশ্য -- - বিশেষ্যের পুনরাবৃত্তি দূর করা
২৬৯। সন্ধির প্রধান সুবিধা
কি? -- - উচ্চারণ
২৭০। কর্মভােগ এড়ানাে
যায় না এখানে 'কর্ম' অর্থ। - কৃতকর্ম
২৭১। তুমি না বলেছিলে
আগামীকাল আসবে? এখানে -- - প্রশ্নবােধক অর্থে
২৭২। অমিত্রাক্ষর ছন্দের
বৈশিষ্ট্য কি? - অন্তমিল থাকেনা
২৭৩। পুণ্যে মতি হােক
এখানে 'পুণ্যে' কি অর্থে বসেছে? - বিশেষ্য
২৭৪। তার বয়স বেড়েছে
কিন্তু বুদ্ধি বাড়েনি কি ধরনের বাক্য? - যৌগিক বাক্য ২৭৫| ভাষায় সাহিত্যের গাম্ভীর্য
ও আভিজাত্য প্রকাশ পায়। ---- - সাধু ভাষায়
২৭৬। সন্ধ্যায় সূর্য
অস্ত যায় কোন ক্রিয়ার কাল? - মনিত্যবৃত্ত অতীত।
২৭৭। লােকটা যে পিছনে
লেগেই রয়েছে, কী বিপদ!! এখানে 'কী' --- -বিরক্তি বােঝায়।
২৭৮। রবীন্দ্রনাথ ঠাকুরের
প্রথম আনুষ্ঠানিক স্কুল জীবনের সূচনা হয়-- - কলকাতার ওরিয়েন্টাল সেমিনারিতে
২৭৯। রবীন্দ্রনাথ ঠাকুর
পিতার সাথে প্রথম হিমালয় ভ্রমণ করেন কত সালে? - ১৮৭৩ সালে
২৮০। কারও কারও মতে রবীন্দ্রনাথ
ঠাকুরের প্রথম কবিতা “ভারতভূমি” ১৮৭৩ সালে কোন পত্রিকায়। প্রকাশিত হয় ? --- - বঙ্গদর্শন
২৮১। মৃণালিনী দেবী রায়চৌধুরীর
সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের বিবাহ ১৮৮৩ সালের কত তারিখে হয় ? - --- ৯ ডিসেম্বর
২৮২। বাংলাদেশের কোন
স্মৃতি বিজড়িত এলাকায় রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারির জন্য ঘুরে বেড়ান ? --- কালিগ্রাম
২৮৩। কোন নদীবক্ষে নৌকায়
চড়ে বেড়ানাের সময়, নদীবক্ষের বালুচর, কাশবন, সূর্যোদয়-সূর্যাস্ত কবি। রবীন্দ্রনাথ
ঠাকুরের হৃদয়কে আলোড়িত করে এবং তা কবির কাব্যে স্থান পায় ? --- পদ্মা
২৮৪| চিত্রা, চৈতালি,
কল্পনা, ক্ষণিকা কবিগুরু কোথায় বসে লেখেন? - শিলাইদহ ২৮৫| কার প্রেরণায় রবীন্দ্রনাথ
ঠাকুর শিবাজী উতসব কবিতা রচনা করেন? - বালগঙ্গাধর তিলক
২৮৬। রবীন্দ্রনাথ ঠাকুর
তার দেশ ও সমাজকে। আত্মনির্ভরশীল করে তোলার বিস্তৃত কর্মসূচি তুলে। ধরেন ---- স্বদেশী
সমাজ প্রবন্ধে।
২৮৭। শিলাইদহের বাস তুলে
দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে যান কত সালে? ---- ১৯০১ সালে
২৮৮। বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়ের
“বঙ্গদর্শনের” আয়ুষ্কাল (কতদিন পর পত্রিকাটি বন্ধ হয়ে যায়) কতদিন ছিল? - --- 8 বছর
২৮৯। ১৮৮০ সালের দিকে
বঙ্কিমচন্দ্র কি করেন? ---- সাহিত্যচর্চার চেয় ধর্মচর্চা প্রতি বেশি ঝুঁকে পড়েন।
২৯০| ১৮৫২ সালে কোন পত্রিকায়
কবিতা প্রকাশের মাধ্যমে বঙ্কিম চন্দ্র চট্টপাধ্যায় সাহিত্যচর্চা শুরু করেন? --- -
সংবাদ প্রভাকর
২৯১। বঙ্কিমচন্দ্রের
জীবদ্দশায় দুর্গেশনন্দিনীর কতটি সংস্করণ বের হয়? - - ১৩ টি
২৯২। বঙ্কিমচন্দ্রের
কোন উপন্যাসটি সমালােচক মহলে উচ্চ-প্রশংসিত হয়? - --- কপালকুন্ডলা
২৯৩। কোন উপন্যাসটি ছিয়াত্তরে
মন্বন্তরের। পটভূমিকায় সন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে রচিত? ---- আনন্দমঠ
২৯৪। মাইকেল মধুসূদন
দত্তের বাবা পেশায় ছিলেন ---- উকিল
২৯৫। কাঙ্গাল হরিনাথ
কার সাহিত্যগুরু ছিলেন? --- মীর মশাররফ হহোসেন
২৯৬। কোন নাটকটি নওয়াব
আব্দুল লতিফকে উতসর্গ করা হয়? --- বসন্তকুমারী নাটক
২৯৭। কোনটি রচনার কারণে
মীর মশাররফ হোসেন মামলায় জড়িয়ে পড়েন? - ---- গাে-জীবন
২৯৮। নীলকরদের অত্যাচারের
কাহিনী সুন্দরভাবে । রূপায়িত হয়েছে কোন গ্রন্থে ? ---- উদাসীন পথিকের মনের কথা
২৯৯। কালাচঁদ কার পিতার
নাম ? ---- দীনবন্ধু মিত্র
৩০০ গন্ধর্ব নারায়ণ
কার পিতৃদত্ত নাম ? ---- দীনবন্ধু মিত্র
৩০১। মাত্র ৪৩ বছর বয়সে
মৃত্যুবরণ করেন কে? ---- দীনবন্ধু মিত্র
৩০২। নীল দর্পণ নাটক
ইংরেজিতে অনুবাদ করেন। কে? ---- মাইকেল মধুসূদন দত্ত ৩০৩ চৈত্রের ভালবাসা কাব্যগ্রন্থের
রচিয়তা কে? --- - নির্মলেন্দু গুণ ।
৩০৪। লোক সাহিত্যের উপাদান
কি? ---- জনশ্রুতিমূলক বিষয়
৩০৫| পদ্মগোখরো গল্পের
নায়িকা কে? ---- জোলেখা
৩০৬। সাধু ভাষা সাধারণত
কোথায় অনুপযোগী? ----- নাটকের সংলাপে
৩০৭। দুটি পুরুষবাচক
শব্দ আছে কোনটির? ----- ননদ
৩০৮| সমাচার দর্পন পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
---- জন ক্লার্ক মার্শম্যান ৩০৯।‘এ যে আমাদের
চেনা লােক ‘’- বাক্যে ‘চেনা’ কোন পদ? ----- বিশেষণ
৩১০ ‘গোরক্ষ বিজয় ‘
কাব্যে কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা ?-----
নাথ ধর্ম
৩১১। জজ সাহেব - কোন
সমাসের উদাহরণ? ---- কর্মধারয়
৩১২। “পাখী সব করে রব
রাতি পোহাইল’ পঙক্তির রচয়িতা – ----- মদন
মোহন তর্কালঙ্কার
৩১৩। এ মাটি সোনার বাড়া
-- এ উদ্ধৃতিতে ‘সোনা’ কোন পদ? - --- বিশেষণের
অতিশায়ন
৩১৪| আবুল ফজলের আত্মজীবনীমূলক
রচনা। কোনটি? --- রেখাচিত্র
৩১৫। বাংলা সাহিত্যের
প্রাচীনতম নিদর্শন চর্যাপদ কোন ছন্দে রচিত? ---- মাত্রাবৃত্ত
৩১৬। পালামৌ’ কোন ধরনের
রচনা? ---- ভ্রমণ কাহিনী
৩১৭। রোহিণী’ কোন সাহিত্যকর্মের
চরিত্র? ---- কৃষ্ণকান্তের উইল
৩১৮| সাহিত্র পত্রিকা
‘কবিতা’ এর সম্পাদক ছিলেন? ---- বুদ্ধদেব বসু
৩১৯। গায়ে-হলুদ’ কোন
সমাস? ---- বহুব্রীহী।
৩২০ ‘অপসংস্কৃতি’ শব্দটিতে
‘অপ’ উপসর্গটি কোন। অর্থে ব্যবহৃত হয়েছে? ----
নিকৃষ্ট
৩২১। একটি অপূর্ণ বাক্যের
পর অন্য একটি অপূর্ণ। বাক্যের অবতারণা করতে হলে কোন যতি চিহ্নটি ব্যবহৃত হয়? --- - কোলন
৩২২। শব্দের রূপ পরিবর্তন
কিসের আলোচ্য বিষয়? --- - রূপতত্ত্বের
৩২৩| ফাল্গুন>ফাগুন-এর
উদাহরণ। ---- অন্তর্হতি
৩২৪। কোন নদীটি বঙ্গ
জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল। --- পদ্মা
৩২৫| আমি কোন লিঙ্গ?
--- উভয় লিঙ্গ
৩২৬।‘অন্তর টিপুনী’ বলতে
কি বোঝায়? ---- গোপন ব্যথা
৩২৭। বাংলাপিডিয়া প্রকাশের
উদ্যোক্তা। ---- বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
৩২৮। তার বয়স বেড়েছে,
কিন্তু বুদ্ধি বাড়েনি,-এটি। কোন ধরনের বাক্য? - যৌগিক বাক্য
৩২৯। “আমার দেখা রাজনীতির
পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচয়িতা কে? ---- আবুল মনসুর আহমদ।
৩৩০| ‘বুলবুলিতে ধান
খেয়েছে’ বাক্যে 'বুলবুলিতে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি? ----- কর্তায় ৭মী
৩৩১। শঙ্খনীল কারাগার’
উপন্যাসটি কার লেখা? - হূমায়ূন আহমেদ
৩৩২। ক্রিয়াপদের মূল
অংশকে কি বলে? - ধাতু
৩৩৩। “আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি” কে লিখেছেন? - রবীন্দ্রনাথ ঠাকুর
৩৩৪| “বুকের রক্তে লিখেছি
একটি নাম বাংলাদেশ” কোন কবি লিখেছেন? - মোহাম্মদ মনিরুজ্জামান
৩৩৫। মঙ্গলকাব্যে কোন
দেবীর কাহিনি আছে? -মনসা দেবী
৩৩৬। ঐ চাকরীর আশা ছেড়েছি’
– কোন অর্থ প্রকাশ। পায়? ---- হতাশা
৩৩৭। আবুল ফজলের রেখাচিত্র
কোন ধরণের রচনা? - আত্মজীবনী
৩৩৮। বাংলার মুখ’ কবিতাটি
কোন কাব্যের অন্তর্গত? --- রূপসী বাংলা
৩৩৯। প্রথম প্রকৃত বাংলা
উপন্যাস কোনটি? --- দুর্গেশনন্দিনী
৩৪০ | “মম এক হাতে বাঁকা
বাঁশের বাঁশরী আর হাতে রণতূর্য” -কোন কবিতার চরণ ------------- বিদ্রোহী
৩৪১। মহাকবি আলাওল কোন
যুগের কবি? ---- মধ্যযুগ
৩৪২। রবীন্দ্রনাথের কতো
বছর বয়সে ‘বনফুল’ প্রকাশিত হয়? --- পনের
বছর
৩৪৩। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত
হয়? ---- ১৯৫৫
৩৪৪| বঙ্গদর্শন সাহিত্য
পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে? ---- বঙ্কিমচন্দ্র
৩৪৫।‘মর নবে তুঠু মম
শ্যাম সমান’ কার লেখা? ---- রবীন্দ্রনাথ
৩৪৬। কুলি-মজুর কবিতাটির
রচিয়তা কে? --- কাজী নজরুল ইসলাম
৩৪৭। 'ধনধান্য পুষ্পভরা'
জনপ্রিয় এই দেশাত্মমূলক গান নেওয়া হয়েছে কোন নাটক থেকে? ---- সাজাহান
৩৪৮। হলদে পরীর দেশ কোন
জাতীয় রচনা? ---- ভ্রমণ কাহিনী
৩৪৯। রাইফেল রুটি আওরাত
গ্রন্থটি কে রচনা করেন? ---- আনোয়ার পাশা
৩৫০। রতন চতিত্রটি রবীন্দ্রনাথ
ঠাকুরের কোন ছোটগল্পের? ---- পোস্টমাস্টার
৩৫০। রতন চতিত্রটি রবীন্দ্রনাথ
ঠাকুরের কোন ছোটগল্পের? ---- পোস্টমাস্টার
৩৫১। রূপজালাল নামে আত্মজীবনী
লিখেছেন কে? ---- নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী
৩৫২। মাইকেল মধুসূদন
দত্তের অমর কীর্তি কোনটি?---- মেঘনাদবধ কাব্য
৩৫৩| কাজী নজরুল ইসলামের
মা কবিতাটি কোন কাব্য গ্রন্থ থেকে নেওয়া? - ঝিঙেফুল
৩৫৪। কাজলকালো এর সঠিক
ব্যাসবাক্য কি? ---- কাজলের ন্যায় কালো।
৩৫৫। কোন জাতীয় শব্দের
'ষ' এর ব্যাবহার হয় না? ---- বিদেশী
৩৫৬। সৎপাত্রে কন্যা
দাও- 'সৎপাত্রে' পদটি কোন কারকে কোন বিভক্তির প্রয়োগ হয়েছে। ---- সম্প্রদানে সপ্তমী
৩৫৭। 'নীল যে পদ্ম=নীলপদ্ম'
কোন সমাস? --- কর্মধারয় সমাস
৩৫৮। 'প্রিয় স্বাধীনতা'
কবিতায় কোন নদীর উল্লেখ আছে? --- মেঘনা।
৩৫৯। খ্যাতির বিড়ম্বনা
নাটকটি- -------- হাস্যরসাত্মক
৩৬০ | সাত সাগরের মাঝি
কবিতায় কবি কাকে এই মাঝি বলেছেন? --- সুদক্ষ
নেতাকে
৩৬১। বৃক্ষ কবিতাটি রবীন্দ্রনাথ
ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ----- বনবানী
৩৬২। ‘সাধুভাষা পরিভাষাটি
প্রথম ব্যবহার করেন -- - রাজা রাম মোহন রায়
৩৬৩। বাংলা গদ্যের প্রথম
যুগে কোন রীতির প্রচলন ছিল? -- - সাধু রীতি
৩৬৪। চলিত ভাষার আদর্শরূপে
গৃহীত ভাষাকে বলা হয়-- - প্রমিত ভাষা
৩৬৫] কোন লেখক চলিত ভাষাকে
মান ভাষারূপে। প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলেন? --- প্রমথ চৌধুরী
৩৬৬। বাংলা সাহিত্যের
কথা' গ্রন্থটি রচনা করেন- মুহম্মদ শহীদুল্লাহ
৩৬৭। বাঙ্গালীর ইতিহাস”
বইটির লেখক কে? -নীহারঞ্জন রায়
৩৬৮। কাঁদতে আসিনি, ফাঁসির
দাবি নিয়ে এসেছি। কবিতাটির রচয়িতা কে? - মাহবুব-উল-আলম
৩৬৯। ইদুর’ কার বিখ্যাত
ছোটগল্পের নাম? --- সোমেন চন্দ
৩৭০। একাত্তরের যীশু’
গল্পটির রচয়িতা কে? --- শাহরিয়ার কবির। ৩৭১।‘ডাকহরকরা'
গল্পটির রচয়িতা কে? --- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
৩৭২। বাংলা সাহিত্যের
আধুনিকতম শাখা কোনটি? - ছোটগল্প ।
৩৭৩| ‘জিবরাঈলের ডানা’
গল্পের রচয়িতা কে? ---- শাহেদ আলী
৩৭৪। বাংলা সাহিত্যের
কথা’ গ্রন্থটি রচনা করেন -- - মুহম্মদ শহীদুল্লাহ
৩৭৫। বাঙ্গালীর ইতিহাস'
বইটির লেখক কে? ---- নীহারঞ্জন রায়
৩৭৬। ‘আত্মঘাতী বাঙালী’
কার রচিত গ্রন্থ? ---- নীরদচন্দ্র চৌধুরী
৩৭৭। বাংলা সাহিত্যের
ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা? --- দীনেশচন্দ্র সেন
৩৭৮। কোন গ্রন্থটি বাংলা
সাহিত্যের ইতিহাস? ---- বঙ্গভাষা ও সাহিত্য
৩৭৯। পারস্য প্রতিভা'
গ্রন্থের রচয়িতা কে? ---- মোহাম্মদ বরকতুল্লাহ।
৩৮০| কোন গ্রন্থটি মোতাহের
হোসেন চৌধুরী রচিত? --- সংস্কৃতি-কথা
৩৮১। সংস্কৃতি-কথা' গ্রন্থটির
রচয়িতার নাম ---- মোতাহের হোসেন চৌধুরী
৩৮২ বাংলাদেশের একজন
জনপ্রিয় বিজ্ঞানবিষয়ক লেখক হচ্ছেন --- - জাফর ইকবাল
৩৮৩| এসো বিজ্ঞানের রাজ্যে’
লেখক কে? ---- আবদুল্লাহ আল মুতী শরফুদ্দীন
৩৮৪| ‘মানবজীবন', মহৎ
জীবন’, উন্নত জীবনপ্রভৃতি গ্রন্থের রচয়িতা
---- মোহাম্মদ লুৎফর রহমান
৩৮৫। প্রভাত-চিন্তা’,
‘নিভৃত-চিন্তা’, ‘নিশীথ-চিন্তা’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা -----কালীপ্রসন্ন ঘোষ
৩৮৬। ভাষা আন্দোলন সম্পর্কে
সবচেয়ে প্রামাণ্য ও মৌলিক গ্রন্থের লেখক কে?
----- বদরুদ্দীন ওমর
৩৮৭। তৎপুরুষ সমাসে কোন
পদ প্রধান? --- পরপদ
৩৮৮| অবয়ীভাব সমাসে
‘অব্যয়’ পদের অর্থ --- প্রধান থাকে
৩৮৯। প্রঞ্জলতা শব্দের
অর্থ কি? ---- সহজবোধ্যতা
৩৯০। বৃক্ষ কবিতাটি কোন
কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? --- বনবাণী
৩৯১। কামিনী রায় রচিত
আলো ও ছায়া কি?--- - কাব্যগ্রন্থ
৩৯২। মঙ্গল কাব্যে কতজন
কবির সন্ধান পাওয়া যায়? ---- ৬২ জন।
৩৯৩| মরু-ভাস্কর অর্থ
কি? ---- মরভূমির সূর্য
৩৯৪। উমর ফারুক কবিতায়
কাকে পরশ মানিক বলা হয়েছে? --- -ইসলামকে
৩৯৫| দুরন্ত পথিক কিসের
প্রতীক? -- -- তারুণ্যের
৩৯৬। পল্লীবর্ষা কবিতায়
আসরের মধ্যমণি কে? - -- গাঁয়ের বৃদ্ধ
৩৯৭। জীবনানন্দ দাশ প্রধানত
– --- প্রকৃতির কবি
৩৯৮৷ রবীন্দ্রনাথ ঠাকুরের
কোন কাব্যকে অনুবিশ্ব বলা হয়? ---- মানসী
৩৯৯। লাজুক লতা গল্পগ্রন্থটি
কার রচিত? ---- - মানিক বন্দ্যোপাধ্যায়
৪০০। ডা. লুৎফর রহমান
রচিত প্রথম বইটি একটি? ---- উপন্যাস
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
এরকম আরো গুরুত্বপূর্ণ পোস্ট পড়তে নিচের দেওয়া লিংকে ক্লিক করুন
➨কম্পিউটার ব্যবহারকারীদের জন্য খুব গুরুত্বপূর্ণ ১০০টি শর্টকাট কীঃ
0 coment rios: