Wednesday, November 18, 2020

জেনে নিন Preposition শেখার কিছু কৌশল পিডিএফ ডাউনলোড

 

জেনে নিন Preposition শেখার কিছু কৌশল

পিডিএফ ডাউনলোড

জেনে নিন Preposition শেখার কিছু কৌশল  পিডিএফ ডাউনলোড


Preposition মনে রাখার টেকনিক বিসিএস বা ব্যাংক বা যেকোন চাকুরীর পরীক্ষায় এই টপিকটা আসবেই। তাই ,যদি আমরা এটি আত্বস্ত করে নিতে পারি তাহলে অনায়াসে - মার্কস কভারাপ করতে পারব। নিচের টেকনিক তথা ছড়াটি পড়ে ফেলুন আশা করি সমস্যার সমাধান পেয়ে যাবেন।

 

দেশ ,নগর,শহর,

এদের আগে in বসিয়ে করবে বেশ বেশ।

সপ্তাহ, মাস,বছর,ঋতু,দশক,যুগ,শতাব্দী

এদের আগে in বসানো হয় আজ অব্দি।

প্রভাত,দুপুর,গোধূলি,রাত,

এদের আগে at বসিয়ে করবে বাজিমাত।

সময়ের আগে at বসে,দিনের আগে on,

দিনের অংশ ভাগে in না বসালে,মাথা করবে ভনভন।

Festival- at,নম্বরেও at, with হয় বস্তুতে,

এইভাবে preposition শিখবে আনন্দ আর ফুর্তিতে।

 

Person- by,পাশে বুঝাতেও by,(যানবাহনের আগে)কিন্তু in a car,

দক্ষতায় অদক্ষতায় at না বসালে সব হবে ছারখার।

ছোট হলে at,বড় হলে in, কখন হয় ?

এই পার্থক্য না বুঝলে মনে থাকবে ভয়।

বাহির থেকে ভিতরে into ব্যবহার করোরে,

ভিতর থেকে বাহিরে হয় outof,

Preposition না বুঝলে মুড় থাকবে off

 

লেগে(স্পর্শ করে) থাকলে on হয়,নইলে above,

Since,for বুঝ না,কেন নাও ভাব ?

শুরু থেকে বুঝাতে since হয়,নইলে for,

গতি বুঝাতে(উপর দিয়ে)over,নিচে হয় under,

Preposition আসলেই খুব মজার।

মাত্রা(স্তর)বুঝাতে below,

Preposition শিখতে পেরে, আমি আছি খুব ভালো।

 

On- গিয়ে গতি হলে শেষ হয় onto,

সাথে বুঝাতে with হয়,দিক বুঝাতে to,

কোনো কিছুর ভিতর দিয়ে যেতে হয় through(বাধা থাকলে)

পাশ থেকে ওপাশে যেতে হয় across,(বাধা না থাকলে)

Preposition শিখলে নেই কোনো Loss

এর বুঝাতে of হয়

 

যে Word গুলোর পরে সাধারণত OF ব্যবহৃত হয়ঃ

Aware = সচেতন।

Beware = হুঁশিয়ারি।

Accused = অভিযুক্ত।

Afraid = কুন্ঠিত/ভীত।

Appraised = অবহিত।

Boast = গর্ব।

Consciou = সচেতন।

Caution = সাবধান।

Consist = গঠিত।

Convinced = প্রতীত।

Composed = ক্ষান্ত।

Complain = অভিযোগ।

Charge = মূল্য।

Deprived = বঞ্চিত।

Die = মরা।

Desire = ইচ্ছা।

Devoid = বর্জিত।

Envious = দ্রোহী।

Fond = অনুরাগী/প্রিয়।

Failure = ব্যর্থতা।

Quietly = শান্তভাবে।

Informed = অবগত।

Innocent = নির্দোষ।

Lame = পঙ্গু।

Negligent = অবহেলাকারী।

Proud = গর্বিত।

Result = ফল।

Sure = নিশ্চিত।

Sick = অসুস্থ।

Vain = ব্যর্থ।

Void = অকার্যকর।

Judge = বিচারক।

Taste = স্বাদ।

Worthy = সুযোগ্য।

Want = চাওয়া।

 

1. সকল প্রকার যোগ্য-অযোগ্য বুঝালে For বসে।

যেমন – Fit,Unfit,Eligible,Qualified.

যেমন – He is fit for the post.

 

2. উপকারী-অপকারী বুঝালে To বসে।

যেমন —Useful,Harmful,Injurious

যেমন — Early rising is useful to health.

 

3. নিশ্চিত কিছু বুঝালে Of বসে।

যেমন — Sure,Certain.

যেমন —-He is sure of his success.

 

4. সন্তুষ্ট বা অসন্তুষ্ট বুঝালে With বসে।

যেমন –Content,Discontent,Satisfied,Dissatisfied.

যেমন —- He is content with his result.

 

5. দোষী বা নিষ্পাপ বুঝালে Of বসে।

যেমন —Innocent,Guilty.

যেমন —You are guilty of this act.

 

7. অবাক হওয়া বুঝালে At বসে।

যেমন —-Startled,Surprised,Wondered,Amused…

যেমন —-They are startled at this.


                    ডাউনলোড করতে এখানে ক্লিক করুন


 Download From Google Drive 


Download From Yandex



👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে "send as message"এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।

    এরকম আরো গুরুত্বপূর্ণ পোস্ট পড়তে নিচের                          দেওয়া লিংকে ক্লিক করুন







কম্পিউটার ব্যবহারকারীদের জন্য খুব গুরুত্বপূর্ণ ১০০টি শর্টকাট কীঃ





শেয়ার করুন

Author:

Hi, I'm Mohon. Here, you will find the latest PDF Notes, Books and Other Educatonal Materials. You Can Download All of these Free of Cost. Thank's For being with me. Stay Tuned...

0 coment rios: