Saturday, June 13, 2020

পরিবার পরিকল্পনা অধিদপ্তর-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের (DGFP) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পিডিএফ ডাউনলোড


পরিবার পরিকল্পনা অধিদপ্তর-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের (DGFP) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পিডিএফ ডাউনলোড


বাংলা অংশঃ
১. ‘ছন্দের জাদুকর’ কার উপাধি?
উত্তর: সত্যেন্দ্রনাথ দত্ত
২. বাংলা ভাষায় বহুল প্রচলিত অভিধান ‘চলন্তিকা’ এর প্রণেতা কে?
উত্তর: রাজশেখর বসু।
৩. ‘শ্রীকৃষ্ণকীর্তন কাব্য’ কোন যুগের সাহিত্য?
উত্তর: মধ্যযুগের
৪. বাংলা সাহিত্যে মৌলিক রুপ?
উত্তর: ৪ টি
৫. উচ্চারণ স্থান অনুসারে ব্যঞ্জনধ্বনি কত প্রকার?
উত্তর: ৫ প্রকার
৬. নিচের কোনটি সমাস সাধিত শব্দ?
উত্তর: মনমাঝি
৭. ‘নিষ্পত্তি’ শব্দের সন্ধি বিচ্ছেদ?
উত্তর: নিঃ + পত্তি
৮. ‘তামাক’ কোন বিদেশী শব্দ থেকে এসেছে?
উত্তর: ফারসি
৯. ‘বীজন’ অর্থ কি?
উত্তর: পাখা (মূলত বীজন মানে পাখা দিয়ে বাতাস করা যেহেতু অপশনে বাতাস করা নেই তাই পাখা উত্তর হবে)
১০. নিচের কোনটি দেশি শব্দ?
উত্তর: ঢেঁকি
১১. Practice makes a man perfect?
উত্তর: গাইতে গাইতে গায়েন
১২. ‘বানি’ অর্থ কি?
উত্তর: স্বর্ণকারের মজুরি
১৩. এক কথায় প্রকাশ: ‘দুহাত যার সমানে চলে’
উত্তর: সব্যসাচী
১৪. ‘Consul’ এর বাংলা প্রতিশব্দ কি?
উত্তর: বাণিজ্যদূত
১৫. নিচের কোনটি অন্য তিনটি হতে ভিন্ন?
উত্তর: মধুকর
১৬. নিত্য সমাসের উদাহরণ কোনটি?
উত্তর: দর্শণমাত্র
১৭. “ফুলে ফুলে ভরেছে বাসর” কোন সমাস?
উত্তর: করণে সপ্তমী
১৮. “আশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুদার অন্ন তা ব’লে বন্ধ করনি প্রভু!”
চরণটি জাতীয় কবির কোন কবিতার অংশ?
উত্তর: মানুষ
১৯. নিচের কোন বানানটি শুদ্ধ?
উত্তর: জ্যৈষ্ঠ
২০. ‘চাঁদের পাহাড়’ কার লেখা?
উত্তর: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

English
২১. In the interest — safety, smoking is forbidden.
Ans: of
২২. Synonym of ‘Lunatic’?
Ans: Mad
২৩. Which is plural noun?
Ans: Media
২৪. There were —–guests than I expect.?
Ans: Fewer
২৫. Salina wore a beautiful necklace made —-silver.
Ans: of
২৬. ‘Brain box’ meaning?
Ans: Intelligent person
২৭. Which of the following word is feminine gender?
Ans: nun
২৮. Plural form of ‘OX’?
Ans: Oxen
২৯. Which of the following is a neuter gender?
Ans: Table
৩০. Which one is not the synonym of ‘definite’?
Ans: Vague
৩১. We read novels. (Passive voice)?
Ans: Novels are read by us.
৩২. Analogy- Hospital: Patient: Restaurant:
Ans: Customer
৩৩. Synonym of ‘exposed’?
Ans: Open
৩৪. Antonym of ‘pure’?
Ans: adulterated
৩৫. Correct spelling?
Ans: Coffee
৩৬. The act of doing deliberate damage to something is called?
Ans: Sabotage
৩৭. Many a little pickle makes a?
Ans: mickle
৩৮. Play careful attention to something?
Ans: Heed
৩৯. In black and white means?
Ans: In writing
৪০. It is time for —his bad habits?
Ans: change

গণিত অংশঃ
৪১. ২০, ২৩, ২৬, ২৯ ধারাটির ৩১ তম পদ কত?
উত্তর: ১১০
৪২. “১ থেকে ৫০ পর্যন্ত” মৌলিক সংখ্যা কতটি?
উত্তর: ১৫ টি
৪৩. কোন আসল ৩ বছরে মুনাফা আসলে ৬৬০০ টাকা হয়। মুনাফা আসলের ৩/৮ অংশ হলে, আসলের পরিমাণ কত?
উত্তর: ৪৮০০ টাকা
৪৪. নিচের কোনটি ক্ষুদ্রতম?
উত্তর: ৭৫/১০
৪৫. ৮৪ টাকা কত টাকার ৮.৭৫%?
উত্তর: ৯৬০ টাকা
৪৬. ‘১.৮ হেক্টর’ সমান কত একর?
উত্তর: ৪.৫ একর
৪৭. a+b=8 এবং ab=15 হলে a2-b2=?
উত্তর: 16
৪৮. ৪:১৬ এর দ্বিভাজিত অনুপাত কোনটি?
উত্তর: ১:৪
৪৯. ব্যাসার্ধ ২০% হ্রাস পেলে ১ টি বৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল কতটুকু হ্রাস পাবে?
উত্তর: ৩৬%
৫০. X=-3 হলে 9x^2+17x+25 এর মান কত?
উত্তর: সঠিক উত্তর নাই ( উত্তর হবে 55)
৫১. x/3 – x/5=2 এর সমাধান কোনটি?
উত্তর: 15
৫২. নিচের কোন সংখ্যার ১/৩ ও ১/৪ এর পার্থক্য ২.৫?
উত্তর: ৩০
৫৩. 2^4y=256 then 3^y=?
উত্তর: 9
৫৪. X^2 –
5x+1=0 হলে x^2-1/x^2=?
উত্তর:
5
৫৫. ২০ জন একটি কাজে যেসময়ে করে কর্মী সংখ্যা ৬০ শতাংশ কমে যাওয়ায় কাজটি করতে কতগুণ বেশী সময় লাগবে?
উত্তর: ২.৫ গুণ

সাধারণ জ্ঞানঃ
৫৬. World Hand Hygiene Day?
উত্তর: ৫ মে
৫৭. মুক্তিযুদ্ধের সময় সমগ্র দেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
উত্তর: ১১
৫৮. মানুষের শরীরের ক্রোমসোম সংখ্যা কয় জোড়া?
উত্তর: ২৩ জোড়া
৫৯. জাতীয় সংসদের আসন সংখ্যা?
উত্তর: ৩৫০
৬০. বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তর: ১.৩৭%
৬১. ২০১৮ সালে কততম ফুটবল বিশ্বকাপ হবে?
উত্তর: ২১ তম
৬২.
Ebola কি?
উত্তর: ভাইরাস
৬৩. চোখের রেটিনার ইমেজ ব্যবহৃত হয়?
উত্তর: বায়োমেট্রিক্স
৬৪. জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের কততম দেশ-৮ম
৬৫. সবচেয়ে ঘনবসতি দেশ কোনটি?
উত্তর: মোনাকো
৬৬.
DNA এর ম্যাচিং এর জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়?
উত্তর: জেনেটিক্স
৬৭. বাংলাদেশ আওয়ামী লীগ কত সনে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৪৯
৬৮. টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রাংকিং কত?
উত্তর: ৮ম
৬৯. এখন হিজরি সনের কততম মাস চলছে?
উত্তর: ৮ম (শাবান)
৭০. বিশ্ব জনসংখ্যা দিবস কত তারিখে ?
উত্তর: ১১ জুলাই

ডাউনলোড করতে নিচে ক্লিক করুন 

Download From Google Drive

Download From Yandex




শেয়ার করুন

Author:

Hi, I'm Mohon. Here, you will find the latest PDF Notes, Books and Other Educatonal Materials. You Can Download All of these Free of Cost. Thank's For being with me. Stay Tuned...

0 coment rios: